কেন চলে গেলে ?
না গেলে যে চেনা যায় না ------------
শুনেছি, বহুবার শুনেছি, তুমি নাকি মাত্র আটমাস মাতৃগর্ভে ছিলে নিরাপদে।
বড় তাড়া ছিল যে আসার ----------
তারপর দীর্ঘ-দিন ধরনীর এই অগ্নিকুন্ডে পালিত হয়েছ এক সেবিকা রূপে।
এত অল্প সময়ে কি অসীম শক্তি অর্জন করেছিলে মা?
যা জীবনের প্রতিটি পর্বে, তিলেতিলে করে গেলে দান ?
কন্যা হিসেবে তুমি নিবেদিত প্রান,
ভগিনি রূপে ছিলে নিবেদিতা,
জায়া রূপে মনোমুগ্ধা ,
মাতৃ রূপেন সংস্থিতা।
শ্রী শ্রী গুরুদেবের চরণাশ্রিতা, সদা আণণ্দময়ী, মমতাময়ী, স্নেহময়ী মা আমার!
একমাত্র উত্তরসূরী নন্দিনীর আগমনে ভুলেছিলে, স্বামী হারার সকল বেদনা
তারপর একযুগের ও বেশী কাটিয়ে দিলে শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে।
এর-ই মাঝে, কোন সুপ্ত যন্ত্রনা, তোমার হৃদয় নিঙড়ে, কন্ঠকে এমন নীল করে, স্থির করে দিল, মা?
তাই বুঝি তুমি চলে গেলে?
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩