



বিভিন্ন জনের অতীত সাফল্যের বিশ্লেষন করে কয়েকটি সফল উপায় দেওয়া হলঃ
১|| জাফর ইকবালীয় পদ্ধতিঃ আপনি আপনার ভালবাসার মেয়েটির কাছথেকে টাকা ধার নিতে থাকুন । আপনাকে দিতে দিতে মেয়েটির অবস্থা যখন ফতুরের মত হয়ে যাবে তখন একদিন মুখ কাচুমাচু করে তার সামনে গিয়ে বলুন, তোমার টাকা দেওয়ার চেয়ে বরং তোমাকে বিয়ে করে ফেলি , এত টাকাতো আমার নাই।


এটা জাফর ইকবাল স্যারের পদ্ধতি । উনার ভক্তরা কাজে লাগাতে পারেন । ব্যর্থ হলে আমার দোষ নাই।

ধার নেন হাজার হাজার টাকা


2|| হুমায়ুন-শাওন পদ্ধতিঃ এই পদ্ধতিতে অগোছালো কাউকে অন্যজন বলবে , তুমি এত অগোছালো কেন ? কেন নিজের প্রতি এত খেয়ালি


৩|| হিন্দি সিনেমা স্টাইলঃহুমায়ুন –শাওন অথবা জাফর ইকবালীয় পদ্ধতি কাজে লাগাতে না চালে আপনি হিন্দি সিনেমার স্টাইলে প্রেম অফার করতে পারেন । এতে সাফল্যের সম্ভাবনাও বেশি ,কারন হিন্দি সিনেমার প্যাচপ্যাচানি প্রেমের ডায়ালগ বাঙালী মেয়েদের বিশেষ পছন্দের।



৪|| মোবাইল/ ফেসবুক পদ্ধতিঃ যারা সামনা সামনি কথা বলতে ভয় পান, হাটু কাপে তাদের জন্য এই পদ্ধতি । এই পদ্ধতিতে ছেলেরা বেশ পারদর্শী। এভাবে সাফল্যের জন্য বাজে গ্যাজনোর উপর ভাল দক্ষতা থাকতে হয় । সুখের বিষয় এই দক্ষতা আমাদের জন্মগত।



একটু ভিতুদের জন্য ফেসবুকই ভাল
৫|| ধরো তক্তা মারো পেরেক পদ্ধতিঃ এই পদ্ধতিতে এত ভনিতা করার দরকার নেই । সরাসরি গিয়ে অসল কথা বললেই হল। তবে সামান্য সমস্যা হল এই পদ্ধতিতে ধরা খাউয়ার সম্ভাবনা বেশি। মেয়েরা আপনাকে লুল টাইপ মনে করতে পারে। কারন মেয়েরা ভনিতা পছন্দ করে। আর প্রেমের পুরাটাইতো ভনিতা।



৬|| অলস রাজার পদ্ধতিঃ এই পদ্ধতি সব চেয়ে কাজের কিন্তু এর জন্য আপনাকে কিছুই করতে হবেনা । শুধু কয়েক দিন পরপর একটু শ্বাস ছেড়ে বলবেন, আহারে প্রেম করতে পারলাম না।

