হাসবেন না ভায়েরা । এটা আমার জীবনের একটা করুন ঘটনা । কিন্তু যারে বলি সেই হাসাহাসি করে। মনঠা খারাপ হইয়া যায় । কি করার আছে আমার ? বললে বিশ্বাস করবেন না, আমি ৫ বছর যাবত একনিষ্ঠ মনে প্রেম করার চেষ্টায় আছি। এখন সফল হইতে পারলামনা। কোন প্রেমিক ব্লগার ভাই কি আমারে একটু হেল্প করবেন?
ইন্টারে পড়ার সময় টেস্ট পরিক্ষার পর এক মেয়েরে দেইখা ভাবলাম এইবার প্রেমটা কইরাই ফালামু । বন্ধুরা কইল লাইগা থাক ।আমি লাইগা থাকলাম ।পরের ঘটনা ভাই মর্মান্তিক । এক দিন এক বন্ধু খবর নিয়া আইলো এই মেয়ে নাকি কিন্ডারগার্ডেনে পরে –ক্লাস থ্রী। ভাইয়েরা আমর মনের অবস্থাটা চিন্তা করেন দিকি।(হাসবেন না ভাই)
কি আর করা মনের দুখে আছি, পরিচিত মানুষজনের মধ্যে জানাজানি হয়া গেল ।এরা আজো আমারে খেপায় বলে আমার বিয়াতে ওয়াল ক্লথ দিব উপহার । কি বলব আর , কাটা গায়ে নুনের ছিটা।
এর ২ বসর পরে নাইন পড়ুয়া এক মেয়ে প্রপোজ করল।আমি ভাবলাব ছোট মেয়ে, কাজেই ডিক্লাইন কইরা দিলাম। বুজতে পারিনি ভাই, এখন পর্যন্ত এই মেয়েই হবে সবচে বড়।
সাম্প্রতিক ঘটনাটা শুনেন, ১লা বৈশাখ বন্ধু বান্ধব নিয়া ঘুরতাছি ।এই সময় দেখলাম মেয়েটারে। হার্টবিট বন্ধ হয়া গেল । মনে মনে বললাম ,এতদিন কোথায় ছিলে? ও পাখির নীড়ের মত চোখ তুলে তাকাল আমার দিকে। আমি তখন আমার মাঝে নাই ।
এক বান্ধবীরে বললাম খবর নে।খবর আসলো , যাবতীয় খবর ।যা দরকার সব খবর । জানা গেল মেয়েটা পড়ে ক্লাস এইটে । আবার মন খারাপ ।
বন্ধুরা আবার খেপায় আমি আর কিছু বলিনা। কি বলব, আজকের এইট আর ৫ বছর আগের থ্রী মধ্যে তফাত কি?
কিযে কষ্টে আছি ভাই বুজবেন না। আমায় হেল্প করুন ভাই-বোনেরা। মেয়েদের দেখে বয়স বুজব কিভাবে???????
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৩