কি কমু কন দেহি ভাই সাবেরা , শালার এত গুলাবছর পার হইয়া গেল মা বাপের কাছে বড় হইবার পারলাম না। এত বড় পোলা ঘরে রাইখাও বাপ মায়ে বিয়া দেয়না । বছর দু’এক এর মধ্যে বিয়া হইব এমন সম্ভাবনাও খুব একটা উকি মারতাছেনা । আর শালার আমি এতই জ্ঞানী যে, আজ পর্যন্ত কোন মাইয়া জুগাইতে পারলাম না । আরে ভাই মানুষতো নাকি –কি আর করা রাইতে হলিউড বলিউড এর নায়িকাগো কথা চিন্তা করি আর কোলবালিশ চাইপা ঘুমাইতে যাই । সারা রাইত ফুর্তি করি হেগো লগে । আমার বন্ধুর হট ফেভারিট এক নায়িকারে সপনে দুষিত করার অপারাধে সে আমার উপর রাইগা গেছে! আমার কি দোষ কন তো স্বপ্নের উপরতো আমার হাত নাই নাকি। আপনাগো পিরিয় কাউরে দুষিত করলে আমি চরি। পিলিজ আপনারা মাইন্ড খায়েন না ।
সপনে পেরাই যাদের দুষিত করি তেনাদের নাম ছবি দিয়া দিলাম । দেখেন মিলে নাকি।
ক্রিসচেন স্ট্রুয়ার্ডঃ আহ হা----
এমা ওয়াটসনঃ কি চুইট.।.।.।।
ক্যত্রিনা থুরি শীলাঃসপ্নে সবচেয়ে বেশীবার দুষিত যারদারা।
দিপিকা আর মেগানঃ আমার বন্ধু রাগ করলো।আমি কি করি?????????
জুনঃ উউউঅ মাই স্যাসী গার্ল।
আয়েশা তাকিয়াঃ স্পেশাল...............
সবার কথা লিকলাম না ।কিছু পেরাইভেট রাইখা দিলাম।