আমি একটি বন্ধু খুঁজছি তোমার মত সপ্রতিভ
যার হৃদয়ে ভর করেছে অন্তহীন সুখপ্রকৃতি।
যার হৃদয় গ্রাস করেছে শ্রাবণধারায়
জ্যোৎস্নারাতে কাঁঠালিচাঁপার বন।
একাকী হাটার দুঃখপথে যার মনেতে
উল্লসিত অনর্গল, অন্তরঙ্গ শব্দধ্বনি স্বর।
আমি সেই বন্ধুর আশায় থাকি তোমার মত শ্বাশত
রৌদ্রবেলায় রৌদ্রমাখে, বৃষ্টিবেলায় মেঘ,
মাটির মত শান্ত থাকে ধুলোবালির স্নানে।
শ্যামল আনে শ্রাবনজলে
বুকের মাঝে অগ্নি ঝরায়।
চতুর্দশীর চন্দ্রালোকে আমার মনে স্বপ্ন দেখায়
ভালবাসার ঘা’ য়ে,
যার হৃদয়ে ভর করেছে সঙ্গমিত সম্প্রীতি।
যার চোখেতে সমুদ্র আমি তারে খুঁজি তোমার মত বন্ধু
জোয়ার জাগায়, প্লাবন আনে বৃষ্টিমাখা মৌরি ফুলে
তৃষ্ণা মেটায় আমার কায়ায়
অঞ্জলি দেয় যৌবন, আমার দেহতটে।
চতুর্দোলে দোল দিয়ে যায়
তার নূপুরলীলার শ্বেতচন্দনে
যার রাজ্যপাটে নিরন্তর সুখপ্রকৃতি।
আমি একজন মানুষ খুঁজছিলাম তোমার মত স্বয়ংপূর্ণ
মরণের সীমা ছাড়িয়ে অসীম শূণ্যে
নতুন আশায় নতুন কেতন যায় উড়িয়ে,
যার মনের মাঝে সবুজ, চোখের পাতায় জলপ্রকৃতি,
মেঘ ধুলোতে সস্নেহে দুর করে দেয় প্রসন্নতা
চন্দ্রাসক্ত নারীত্বকে নিষ্পাপতায় করে বিলীন
আমি তার অগ্নিমন্ত্র নিলাম তুলে
আমার আছে দুঃখমাঝে সুখপ্রকৃতি
রৌদ্রতাপে, নিঃসঙ্গতে, যার হৃদয়ে অহোরাত্রি সুখপ্রকৃতি।
আমি খুঁজি কেউ একজন তোমার মত যে বুকের অন্ধকার ধুয়ে দেয়।