১.
মেঘলগ্ন পাহাড়ে
নেমে এসেছিল অমরাবতীর চাঁদ,
বাতাস এত মৃদু
যেন লজ্জা কাতর।
তুমি আমার সমস্ত অস্তিত্ব মুঠো-বন্দি করে
বলেছিলে,
“সূর্যের ডানার মতো
মহাবিশ্বের সর্বত্র
আমাদে প্রেম ছড়ানো।”
চন্দ্রলোকিত মেঘ ও মৃত্তিকার কুয়াশায
তুমি আমাকে সর্বাঙ্গে ধারন করলে
যেন আমি চন্দনের ধূলো।
২.
সীমান্তের সংজ্ঞাসূত্র ছিঁড়ে
পাথরের অন্তরালে
পায়ের নিচে আগুন
মাথার উপর খড়গ
আর তুমি নক্ষত্র সমভিব্যবহারে
চলে গেলে নীলকান্তমনিময়
সুখসয্যায়।
৩.
মর্মধ্বনি বিনষ্ট হয়েছে কবে
সময়ের প্রজ্জ্বলিত সূতো
ভালবাসাময় ঋজুপথে ধাবমান
গম্ভীর ক্রন্দন রেখে কেন তুমি বন্ধনহীনা।