জলের বসন খুলে বিবস্ত্র নদী এসো
নিখাদ নিষ্পাপ নদী,
অনন্ত নারীর প্রকৃতি নদী এসো।
যুগল পায়ে হাঁটি, হেঁটে যাই
জলসিড়ি ভেঙে ভেঙে
গীতল হাওয়ায় ঘুংঘুর বাজাই
বাসন্তী রাত্রে মিলিয়ে যাই অন্যত্র দ্রাঘিমায়।
দ্বৈত শরীর বিছিয়ে বসি মেঘ চাতালে অবশিষ্ঠ
চন্দ্রিমাকে আড়াল করে শুয়ে থাকি
যমজ ছায়াগুল্ম ঋজু
দেহাংশুক খসিয়ে নিপুণ
উলঙ্গ গৈরিকে ক্রমশ
উদোম করে দেখি অনাদি নদীর জংঘা।
অরণি জ্যোৎস্নাতলে
সন্যাস যৌবন।
উর্বরা নদী চাই। অনূঢ়া জলের আকৃতি নদী
উন্মুক্ত জলের গিট খুলে এসো
ক্ষুধার্ত আঙুলে ছুঁই ইন্দ্রিয়
বুকের ভিজেমাটি
ফলন্ত জমিন।
মুদ্রিত করি নাভিমূল সংসর্গ রচি উত্তারাধিকার
বিশ্বস্ত
জলদ
ভ্রণে
ঋতুবতী নদী চাই।
ফল্গুধারার নদী,
নদীমাতৃক নদী এসো
জলকুন্ডলী ছিঁড়ে
সত্ত্বার শৃঙ্গারে ফলাই মানব ঋত্বিক
দৈবিক মানুষের প্রকৃতি
নদী চাই
নদী কিংবা নারী কিংবা কিংবদন্তিনী।