বাংলাদেশের সংবিধানের
তৃতীয় ভাগে ২৭ ধারা থেকে ৪৭ নং ধারা
পযন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে । আজ এ সে বিষয়ের উপরে সামান্য কিছু আলোচনা তুলে
ধরার চ্যাষ্টা করলাম ।
১। আইনের দৃষ্টিতে সমতার কথা কি বলে ?
সংবিধানের ২৭ নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং সকল নাগরিক আইনের সমান আশ্রয়লাভের অধিকার আছে ।
২। ধর্মীয় বৈষমহীনতা সম্পর্কে কি বলা হয়েছে ?
সংবিধানের ২৮ নং ধারায় বলা হয়েছে ধর্ম বর্ণ গোষ্ঠী নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে রাষ্ট্র ও জনজীবনের কোন ক্ষেত্রেই নাগরিক দের প্রতি বৈষম্ প্রদর্শন করা যাবে না ।
৩। সরকারি নিয়োগের বিষয়ে ধারায় কি বলা হয়েছে ?
সংবিধানের ২৯ নং ধারায় স্পস্ট বলা হয়েছে ধর্ম বর্ণ নারী পুরুষ বা জন্ম স্থানভেদে সকল নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের বা পদ লাভের রয়েছে সমান অধিকার ।
বিদেশী সম্মান খেতাব ইত্যাদি গ্রহণ করা সম্পর্কে সংবিধিনে কি বলা হয়েছে ?
সংবিধানের ত্রিশ নং ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোন নাগরিক কোন বিদেশী রাষ্ট্রের নিকট থেকে কোন উপাধি ও সম্মান এবং পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবে না ।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭