তুমি নজরুল, লিখতে ছন্দ, ছড়া,
লিখতে গল্প, কবিতা,
গাইতে বহু গীত,করেছো বহু রচনা,
যেন ছিল সব খুশি, আনন্দ, আর ব্যথা বেদনা ।
বিন্দু, বিন্দু, মিলে যেন এক কাব্যের অগ্নিঝরা,
এখনো কথা বলে,শিশুদের সেসব ছড়া,
যেন চলছে নজরুল কাব্যের মিছিল,
আর এর এমন অমরত্ব যেন চলবে অনাবিল ।
তুমি করেছিলে সাম্য রচনা
গেয়েছো সাম্যের গান
শুনেছো নজরুল তুমি লক্ষ কোটি হৃদয়ের প্রাণ ।
তুমি বাংলার জন্য সহ্য করেছো বহু লাঞ্ছনা,
করেছো সহ বহু বঞ্ছনা
তুমি বাংলার লক্ষ কোটি হৃদয়ের চেতনা ।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৯