প্রথমেই বলে নিচ্ছি আমার এই পোস্টটা কোন জাতির বিরুদ্ধে নয়। এবং তাদেরকে হেয় করার জন্যে নয় বরং ডেনমার্কের একটি দ্যিপের অধিবাসীদের একটি তথাকথিত কালচার সম্পর্কে সবাই কে জানানোর জন্যেই এই লেখা ।ডেনমার্ক ইউরোপের উন্নত মানের দেশেগুলোর অন্যতম একটি দেশ এটি । সে দিক দিয়ে সেই দেশের জনগোস্থিকেও উন্নত হিসেবে বিবেচনা করা মোটেও ভুল না। কিন্তু একটি কথা আছে মানুষ যখন সম্পদ আর প্রাচুর্যের মোহে অন্ধ হয়ে যায় তখন সে নিজেই তার পতনের রাস্তা খুলে বসে । ডেনমার্কের একটি দীপের নাম ফেরি এখানকার অধিবাসীদের একটি প্রথাগত শখ হচ্ছে নিরীহ ডলফিন মাছ শিকার করা এবং শিকারের পর তাদের কে নিষ্ঠুর ভাবে মেরে ফেলা ।
ক্যালডেরন ডলফিনদেরকে অত্যন্ত শান্ত ও নিরীহ স্বভাবের এবং পরউপকারীও। এদেরকে মানুষের বিপদের সময় জীবন রক্ষাকারী বন্ধু প্রাণী হিসেবে বিবেচনা করা হয় ।অথচ এই উন্নত দেশের তথাকথিত উন্নত লোকেরা মানে সভ্য নামের অসভ্য মানুষ নামে জন্তুগুলো তাদের সাথে কি ধরনের ব্যবহার করে তা আপনাদেরকে নিচের ছবিগুলোতে দেখানো হলোঃ
দেখুন এই ডলফিনগুলো কিন্তু এত সহজে মরেনা, এদেরকে এক সরু হয়ে ওঠা ধারাল শিক দিয়ে আগে তিন চারবার আঘাত করা হয়,তার পরে আরেকটি বড় লোহার যন্ত্রের সাথে বেঁধে সাগরের কিনারে আনা হয় ।এর পর এদের হত্যা করা হয়।
দেখুন তাদের নিষ্ঠুরতার আঘাটে ডলফিনগুলো কিভাবে প্রচন্ড আহত হয় আর পরে মৃত্যুর কোলে ঢলে পরে এবং প্রত্যক্ষ দর্শী দের দেখা মতে মৃত্যুর সময় তাদের যে আর্তনাদ বের হয় তা অনেকতা একটি ছোট বাচ্চাদের কান্নার আওয়াজের মতোই হয় ।
তাদের এই অবস্থা দেখে ওইসব দশ্যু লোকগুলোর কোনো দয়া হয়না বরং তারা দিগুণ উত্সাহে একটি মারার পরে আরেকটি শিকারে নেমে পড়ে ।
ছবিগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯