শরতের আকাশের সাদা মেঘের মতো
তোমাকে আমি ক্ষণকাল আপন করে পেতে চাইনি,
গাঢ় নীল জমিনে ফালি ফালি সাদা মেঘের সাজে
যতই অপরুপ লাগুক তোমায়!
চাইনি পেতে পৌষের হাড়কাঁপা শীতে কুয়াশার
ঘোমটা সরিয়ে একবেলা তেজী রোদের মতো!
শুধু পুরোনো কাপড়ে ন্যাপথলিনের ঘ্রাণে
তোমায় আমি জড়িয়ে রাখতে চেয়েছি বার মাস,
চেয়েছি তোমাকে সন্ধার বাতাসে
কপালে কাঁপতে থাকা একগোছা চুলের মতো!
তুমি চেয়েছ আমাকে তোমার কোন অবসরে
এক কাপ ক্লান্তিনাশি কফির মতো!
আয়েশে চুমুক দাও ফেনা তোলা কফির কাপে,
অথবা কোন বিজয় উদ্যাপনে ঝন ঝনিয়ে বাজতে থাকা
মদিরার গ্লাসে ঘোর লাগা প্রেম!
তুমি আমাকে চাও ঠিক ততটা সময়
তোমাকে যতটুকু পাই, তেমন করে চাইনি !