খোলা বারান্দায় বসে ছিলেম আনমনে
সন্ধার আঁধারটা গ্রাস করে শেষ আলোটায়
সবুজপাতাগুলো আঁধারের রঙে হলো কালো
শুধু আগোছালো ভাবনা আরো সতেজ হলো।
বাউন্ডুলে বাতাসটা দমকা দিয়ে হাসে লজ্জ্বাহীন
রংচটা ওড়নাটা উড়ে গিয়ে বিঁধে যায় বেলের কাঁটায়
আঁধারের আলোতে মেঘে ঢাকে মুখ সাঁঝের আকাশ
ভাবনার কাঁটাগুলো তার ছিঁড়ে বুকমাঝে আসন পেলো!
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৮