হুইসেলে হুইসেলে বাঁজল আগমনের সাইরেন
ট্রেন থামল প্লাটফর্মে
ছোট্ট শিশুটি পেল মাটির স্পর্শ
প্রসব যন্ত্রনায় কাতর
জননীর জরায়ু থেকে
ধরনীর টানে!
সদ্যাগত শিশুর কান্না ,ট্রেনের হুইসেল,
আর ব্যস্ত মানুষের হুড়োহুড়ি
নেড়ি কুকুরের ঘেউ ঘেউ
টের পেল না কেউ
শুধু জন্মদাত্রীটি যস্ত্রণার জ্বালা মুছে
নাম দিল "সুখি" ।
দিনমান ট্রেনের ব্যস্ততা স্টেশনে স্টেশনে
কামারপাড়া- নলডাঙ্গা-বামনডাঙ্গা -
আসা যাওয়ায় যাত্রা বিরতি কারো
কারো আবার পথের ইতি টানা ,
ট্রেনের আসা যাওয়ায় আবর্তিত সুখির জীবন!
সুখি বড় হয় ঝকঝক, ঝকঝক তালে
হুইসেল শুনে সদ্যজাত শিশুর মতো
ট্রেনও এগোয় এক পা, দুই পা -
সুখির পথ চলা শুরু----
যৌবনের গতিতে বয়স বাড়ে ইঞ্জিনের
দুই স্টেশনের মাঝে,
জন্ম-মৃত্যুর মধ্যমে-
সুখির যৌবনে এলে
নামে হয় সখি
জীবনের প্রয়োজনে।
গন্তব্যের কাছে এলে বার্ধক্যে কমতে থাকে গতি
সখি নাম বেমানান বলে
হতে থাকে সখিনা !
সখিনার মতো ট্রেনের পায়ের জোড় কমে
কোমর দোলে ঝক্কা- ঝক্কা- ঝ-অক্কা- --অক্কা
হুইসেলে বাজে বিদায়ের সানাই
ভিন্ন কোন ষ্টেশনে.....
পুরাতনকে বিদায় দিয়ে নতুন প্রানে
আবারও জন্ম নেয় কোন সুখি
আবারো হুইসেল, আবারো এক পা, দুই পা, তিন ...