আমিও চিৎকার করে বলতে চাই- "ভাল আছি"
"বেশ ভাল আছি"
যখন ফেলানির মায়ের কান্না আমার চোখে ভাসে
যিনি আজো চোখের জলে ভিজিয়ে রাখেন কবরের মাটি......
আমার গলা ধরে আসে
বলতে পারি না
শুধু মিনমিনিয়ে বলি "আছি মোটামুটি"।
আমিও হাসতে চাই আকাশ বাতাস কাঁপিয়ে
প্রাণ খোলা হাসি!!
যখন বকতার উদ্দিন ধানের দাম না পেয়ে
জমিটি বেচে কাঁদে সেচের দাম দিতে
আমার কণ্ঠ বুজে আসে
হাসতে পারিনা
শুধু ঠোট বাকিয়ে বলি, এই সুখে আছি !!
আমিও আয়েশের ঘুমে স্বপ্ন দেখতে চাই
সব কিছু ভুলে
যখন ধরলার ঢেউয়ে পাড় ভাঙ্গে জমিরনের বুকে
সন্তান ভাসিয়ে যিনি আকড়ে বাঁচে নদীর পাজর
আমার স্বপ্ন ভেঙ্গে যায়
ঘুমাতে পারি না
শুধু পাশ ফিরে বলি,তবু বেঁচে আছি !!