সাগরের বাসনা মিটেনি বলে
সরোবর সলিলে ভেসেছি খর সৌরকরে
মেটাতে সুশীতল স্পর্শসুখের তৃষ্ণা!
সুখের অমরতাকে অসুখী করে
নীলাঞ্জনের রাশি ঠাই নেয় ভুতলে,
মেঘতিমিরের অন্তরালে
অভিসার শেষে
জ্যোৎস্নায় দগ্ধ হয় অঙ্গার দেহ
প্রমত্তাবীণার কপট ছলনার করুণ নিবেদনে
প্রনয়ীর অনুরাগ শয্যায় শোভা পায়
খরকামনার বহ্নিছায়া!
কিশলয় রবির কিরণে বিদ্ধ বিবশ গরলফেনের মতো
বিচ্ছুরিত জ্যোতি দীপশিখা হয়ে সরোবরে ভাসে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১১ রাত ৯:২৮