রিটেন ভাইভা শেষ, সামনে এখন প্র্যাকটিকাল ... ছাত্রদের এক দফা দাবী শুনে এমনটাই মনে হয়েছে। জানি না আমাদের এই বাচ্চাগুলার ভাগ্যে কি অপেক্ষা করছে। যে দেশ আপাদমস্তক দূর্ণীতি গ্রস্থ। যে দেশ শিষ্টের দমন আর দুষ্টের পালনে অভ্যস্ত, আর্মস ক্যাডার, বিসিএস ক্যাডার, প্রথম শ্রেনী থেকে চতুর্থ শ্রেনীর অধিকাংশ কর্মচারী কর্মকর্তা যেখানে একটি নির্দিষ্ট দলের গোলামী করে সেলামী প্রাপ্ত সেখানে গনতন্ত্রের মতো সেনসিটিভ ফুল ফুটানো কি এতোই সহজ?
সাইদ হত্যায় ১৬ বছরের নিরীহ কিশোরকে আসামী করা হয়েছে। এতো শত প্রাণ ঝরে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন পুলিশের গুলিতে কেউ মরেনি, এমন বুলেট পুলিশরা ব্যবহার করে না। ছাত্রলীগ মহান দায়িত্ব পালন করতে সেখানে উপস্থিত ছিলো, তাদের দ্বারা কোন প্রকার হাঙ্গামা হয়নি। এমন আরো কত মজার মজার কথা শুনবো আমরা। এমন বক্তব্য থেকেই তো সুস্পষ্ট বোঝা যায় ভবিষ্যতে এই ছাত্রদের ভাগ্যে কি পরিণতি অপেক্ষা করছে।
সঠিক নেতৃত্বের অভাবে এই তরুণ সমাজ আজ এই রকম আত্মঘাতি কর্মকান্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। আমার কাছে তাই মনে হয়। আজ থেকে বিগত পনেরো বছর আগে এদের সবার বয়স কত ছিলো? এরা তাদের বই পুস্তক আর শিক্ষা উপকরণে কর্মকান্ডে একটি নির্দিষ্ট দলের স্লোগান আর জয়গান ছাড়া আর কিছুই শোনেনি, দেখেনি। তারপরেও তারা আজ সেই দলের বিপক্ষে দাড়িয়েছে। এই বিগত পনেরো বছরের হাজারো ভুলের মাশুল আজকের এই দিন।
পলাশীর প্রান্তরে নবাব সিরাজ উদ্দৌলা বেশী শক্তিশালী থাকলেও তাকে পরজয় বরণ করতে হয়েছিলো মীর জাফরের কূটচালে আর ঘোষেটি বেগমের ষঢ়যন্ত্রের কাছে। আমরা পেয়েছিলাম দুশো বছরের গোলামীর জীবন। আমাদের জন্য ওটাই ঠিক ছিলো। কারণ ঐ যে, জাতি হিসাবে আমরা পা চাটা জাতি।
কবি গুরু বলেছিলেন, আয়রে নবীন আয়রে আমা কাঁচা, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। আজকে সেই ঘা আমাদের তরুণ সমাজ আমাদেরকে দিতে চায় ঠিকই, কিন্তু সেই ঘা মেনে নেয়ার মতো মন মানসিকতা আমাদের মতো দূর্নীতিগ্রস্থ অন্যায় সুবিধা আর মধু খাওয়া মানুষদের আছে কি না জানা নাই।
তাই তাদের এই আত্মত্যাগ আমাদের চোখে আঙুল দিয়ে এটাই দেখিয়ে দেয় যে, আমরা নিজেরাই আমাদের শত্রু। আমরা উন্নত বিশ্বের মতো হতে চাই, তবে হাতে থাকবে রাম দা আর হকি স্টিক।
পরিশেষে এটুকুই আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আর কোন বাবা মায়ের বুক খালি করো না। বেঁচে থাকুক আমাদের ভাবিষ্যৎ প্রজন্ম এই বিদ্রোহের আগুন নিয়ে। কর্ম জীবনে তারা তাদের সৎ সততা দিয়ে এই অভাগা জাতিকে আলোর পথ দেখাক। এখনি যেনো তাদের এই দ্রোহের আগুন নিভে না যায় স্বৈরাচারের হাতে .....