সবাই মেলা মেলা কথা ব্লগে লিখেই যাচ্ছে। পৃষ্ঠার পর পৃষ্ঠা ভার্চুয়াল পাতায় পাতায় ভরে যাচ্ছে আমাদের সামু ব্লগ। কারোর লেখা আবার সর্বাধিক পঠিত, কারো আবার সর্বাধিক লাইক প্রাপ্ত, কারোটা আবার সর্বাধিক মন্তব্য প্রাপ্ত। তবে অধিকাংশের লেখাই দেখি সর্বাধিক অপঠিত, লাইক তো দূর, শূন্য মন্তব্যপ্রাপ্ত। কষ্ট করে লেখার পরেও যখন লেখা হিট খায় না, তখন লেখক চিন্তা করে কি উপকরণ মিশ্রণে লেখা তৈরী করলে আমার এই লেখা খানি ডান পাশের সরু ভিআইপি কলামে সর্বাধিক লাইক প্রাপ্ত বা সর্বাধিক মন্তব্য প্রাপ্ত বা সর্বাধিক পঠিত তকমা পেয়ে ঘন্টা তিনেকের জন্য ঠাঁই পাবে? যারা এমন চিন্তা ভাবনা করছেন, তাদের আর কোন চিন্তার কারণ নাই। এই সমস্যার সুবর্ণ সমাধান দেয়ার উদ্দেশ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস! (মনে মনে ভাবছি, এই বার আমার এই লেখা ভিইপি কর্ণারে আশ্রয় না পাইয়া কই যাইবো! )
প্রিয় সহ ব্লগার গন! শুরুতেই আপনাদেরকে আমি বলবো লেখার বিষয় ও হেডলাইন নির্বাচনে কৌশলী হোন। নিম্নে আমি আপনাদেরকে কিছু পদ্ধতি বাতলায়া দিবো, এই পদ্ধতি অনুসরণ করলে আপনার লেখা হিট হবেই হবে।
১ নং- ধর্ম ভিত্তিক ক্যচাল পদ্ধতিঃ
এই পদ্ধতিতে আপনি যেটা করবেন সেটা হলো যে কোন ধর্মের যেকোন বিষয়কে একটু খোচা মেরে ছেড়ে দিবেন। হয় মহা নবী (সাঃ) কে নিয়ে, না হয় শ্রী কৃষ্ণকে নিয়ে একটা কিছু বলে দিতে পারলেই আপনার কাজ শেষ। পোষ্টকে হিটের পর্যায়ে নিতে বাদবাকি কাজ আমরা পাঠককূল সেরে নেবো।
২ নং- ১৮+ পদ্ধতিঃ
এটি বহু পরীক্ষীত অব্যর্থ পদ্ধতি! অত্যান্ত সুচারু রুপে নারী/ পুরুষের গোপন বিষয়গুলো একটু তুলে ধরুন। হয় ডাক্তারী ভাষায় বা কবি সাহিত্যের ভাষায়, যেভাবেই হোক... পাঠক যদি একবার ধরতে পারে আপনি যৌনতা নিয়ে নাড়াচাড়া করছেন, তবে ঠিকই ভ্রমর যেমন ফুল খুজে খুজে আসন পেতে বসে, আমরা পাঠকরাও ঠিক তেমন আপনার পোষ্ট খুজে খুজে বসে যাবো। আর কোন কিছু না হোক, সর্বাধিক পঠিত তকমাটি তিন ঘন্টার জন্য আপনার অবধারিত।
৩নং- আড্ডাবাজি পদ্ধতিঃ
এটিও বেশ অব্যর্থ পদ্ধতি। প্রথমে ব্লগের বাম পাশ থেকে শত খানেক ব্লগারের নাম সংগ্রহ করুন। তারপর প্রত্যেককে সুন্দর অসুন্দর হাস্যকর উপাধীতে ফুলিয়ে দিন। তার পর মজা দেখতে থাকুন। কিভাবে আপনার দেয়া বাতাসে আমরা উড়তে উড়তে আপনার পোষ্টে এসে লাইক মেরে চলে যাব।
প্রিয় সহ ব্লগার! এই সব অব্যর্থ পদ্ধতি এপ্লাই করেও যদি আপনি সফলতা না পান, তবে সফলতা অর্জনের জন্য আপনাকে সত্যি সত্যিই একজন হুমায়ুন আহমেদ হয়ে উঠতে হবে। যে লেখায় সমাজ, দেশ, জাতি, সামান্য হলেও জ্ঞান লাভ করতে পারে। আপনার লেখায় তথ্য, বিজ্ঞান, যুক্তি থাকতে হবে। যা পড়ে পাঠক তার অজানাকে জানবে। চিন্তা শক্তি পাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬