ফেবু থেকে মাত্র নিলাম ছবিটা। এখনো গরম আছে। কেউ পোষ্টানোর আগেই আমি পোষ্টায়া দিলাম...
দূর্যোগের তালিকায় আরো একটি আইটেম সংযুক্ত হলো। বাজ বা বজ্রপাত। কিছুদিন আগেও ভুমিকম্পে থরহরি কম্পমান হলাম। আর এর পরেই বজ্রপাতের উৎপাত ....!! দুটোই অপ্রতিরোধ্য, অবোধগম্য .... ঠাস করে এসে ঠুস করে নিয়ে যাবে, ঠেকানোর কোন উপায় বা সুযোগ দেবে না। তবে এই বজ্রপাতের কঠিন আঘাত সম্পর্কে বাজারে বিভিন্ন ধরণের তথ্য ঘুরাঘুরি করছে। তার মধ্যে অন্যতম কারণ হলো ধর্মীয়। অর্থাৎ পাপের পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই এটি আল্লাহর গজব হিসাবে অনেকই বিবেচনা করছেন। আবার আবহাওয়াবিদগন তাদের পুস্তকী জ্ঞ্যান দিয়ে বাজ সৃষ্টি ও পৃথিবীতে পতিত হবার বিষয়টি ব্যাখ্যা করছেন। আবার ।নেকে বলছেন, সিমানা নির্ধারণের জন্য যে ম্যাগনেটিক পিলার সব নাকি চুরি হয়ে গেছে, তাই বজ্রপাত যেখানে সেখানে হুমড়ি খেয়ে পড়ছে। অনেকে আবার বলছে মোবাইলের টাওয়ার, বিদ্যুতের পিলারই এই গজবের জন্য দাীয়!! অনেকে বলছে বাসা বাড়ির আর্থিং ঠিক নাই, তাই বজ্রপাত মানুষের গায়ে গিয়ে আশ্রয় নিচ্ছে ...... মানে যে যার মতো করে বিষয়টি ব্যাখ্যা করছেন।
তবে যেটাই হোক, যে যাই বলুক জান বাঁচানো ফরজ! ঝড় বাদল মেঘ চমকানো দেখলেই আমাদের এখন সাধ্য মতোন সচেতন হতে হবে...উপরের ছবিটা তাই মনে র মধ্যে গেথে নিন, মস্তিষ্কের মাঝে রেখে দিন .... কাজে লাগতেও তো পারে ..... !!
জন সচেতনতায়
ব্লগার আহলান
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:১১