অনেকদিন ব্লগে মজার কিছু নিয়া লেখালেখি করি নাই।ইন্টারনেট ঘাইটা এমন কিছু জিনিস পাইলাম হাসতে হাসতে গড়গড়ি টাইপ অবস্থা।ভাবছি পুরা সিরিজই লিখে ফেলব।তাই প্রাথমিকভাবে অল্প থোড়াতে পাঠকের ফিডব্যাক যাচাই করছি।
লাল ঠুটো বাঁদুড় মাছ:
এ কিউট লালঠুটো বাঁদুড় মাছটি সাধারণত গালাপাগোস নামক দ্বীপের আশেপাশে পাওয়া যায়।দেখলেই উনারে মনে হয় কি সেক্সি(নাউযুবিল্লাহ)। তবে মজার ব্যাপার হচ্ছে মাছ হওয়া স্বত্ত্বেও আমাদের এই সেক্সি মাছটি তেমন সাতগাঁর কাটতে পারে না।তাই পাতলা ফিন নামক ডানার সাহায্যে উনারা সমুদের তলদেশে লাফিয়ে চলে।(Image credits: imgur)
গ্লোব্লিন হাঙর
এই খবিশ টাইপের মাছটাকে জীবন্ত জীবাশ্ম বা “living fossil” বলা হয়। ধারণা করা হয় এরা ১২৫ মিলিয়ন বছর ধরে বসবাস করে আসছে সাগরের বুকে, তবে উনাকে দেখে যতটা ভয়ঙকর বলে মনে হচ্ছে উনি ততটা ভয়ঙকর নন (Image credits: imgur)
পান্ডা পিঁপড়া
পান্ডার মত দেহসৌষ্ঠব ধারণকারী বলে এ Mutillidae গোত্রের প্রাণীকে পাণ্ডা পিঁপড়া বলা হয়।তবে উনারে দেখতে যতটা কিউট বলে মনে হচ্ছে উনি ততটাই বিষাক্ত। একবার কামড়াইলে তিনদিন পর্যন্ত মনে থাকবে. (Image credits: Chris Lukhaup)
নুনু্সাপ{ঃপি}
হে হে এরকম অশ্লীল টাইপ জিনিসটা প্রথম দেখায় ভুল হইতে পারে। মনে হইতে পারে কেউ মুসলমানি করাইতে গিয়া পুরাটাই কাইট্যা থুইছে। কিন্তু এটা আকারে কিন্তু ওটার(নিজ দায়িত্বে বুঝে নেবেন) চেয়ে অনেক বড়।আরেকটা বিরাট দুর্ভাগ্যের বিষয় যে উনি কিনবতু আন্ধা হে হে হে. image credits: fotos.noticias.bol.uol.com.br)
আপনাদের ভাল লাগলে কমেন্ট করে জানান।আমি ফিডব্যাক দেখে সিরিজ শুরু করব
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:২৫