অনেকদিন পর ব্লগে আসলাম।পরিস্থিতি বুঝে উঠবার পারতাছি নানা।
যাই হহোক আসুন ক্লাস শুরু করা যাক।
# খাই_সাদা_কালা_বাট_বাহির_হয়_সবুজ_কেন ?
.
.
.
.
আংকেল আমরা সাদা ভাত খাই লাল চকবার খাই,নীল মন্ডামিঠাই খাই।
কিন্তু আউটপুট দেওয়ার সময় সব হলুদ কিংবা সবুজ কেন বাহির
হয়??
পিচ্চি ভাতিজার এই জ্ঞানগর্ভমুলক কথাবার্তা শুনিয়া আমি কিঞ্চিৎ
টাশকিত হয়া গেলাম।এহন পিচ্চি ভাতিজা আমারে চিনে
বাংলাদেশের সবচেয়ে বড় রুই কাতলা টাইপ বিজ্ঞানী
হিসেবে।অতএব মান সম্মান রাখতেই হবে।নাইলে নিস্তার নাই
এই বান্দরের কাছ থেকে।শুরু করলাম স্টাডি।আরে এ
জিনিসতো গুগল মামাই ভালো জানবে।সার্চ করিয়া দেখিলাম
বিজ্ঞানী মহলও আমার ভাতিজার মতো কৌতুহলী হইয়া
রীতিমত গবেষণা চালাইয়া ফালাইয়াছে।আমাদের শরীরে
কইলজা নামক ১.৫-২ কেজি ওজনের একটা বস্তু
আছে।আমাদের খাদ্য বস্তু পাঁচিত হইবার আগে ক্ষুদান্ত্রে
যাওয়ার পথে মাঝামাঝি জায়গায় কইলজা থিকা বিলিরুবিন নামক এক
প্রকার হরমোন বাহির হয়।ইহা হলুদাভ সবুজ রংয়ের দুর্গন্ধময়
তরল পদার্থ।হের লাইগা আপনি সাদা রংয়ের সুবাসিত বিরানী
খাইবার পরেও আপনার আউটপুটের গন্ধে টয়লেটে
টেকা দায়।রংয়ের কথা নাইবা বললাম।
বি:দ্র: কেউ আবার ছাগলের গুয়ের রঙ ছোলার মত কেন হয় জিজ্ঞেস করবেন না তাহলে কিন্তু ফাইস্যা যামু।
বিদ্র: আগামী কাল আমার রেজাল্ট বাহির হইবে শুনিয়া আমার বিলিরুবিনের রঙ হলুদাভ সবুজ থেকে সোনালী হলুদের দিকে ধাবিত হচ্ছে।এবং পাচ্য বিষয় বস্তুকে অধিকতর তরল করিয়া তুলিতেছে।অতএব দোয়া রাখিবেন।
এবং আগামী পর্বের গবেষণার বিষয় ডরাইলে তরল বিষয় বস্তুর আধিক্য দেখা যায় কেন??(পশ্চাৎদেশে)
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৯