যে সময়টা আমরা ব্লগে ব্যয় করছি, কখনও কি ভেবে দেখেছি তা আমাদের আখিরাতের জন্য কতটা কাজে লাগছে?
---------
আমার যে কাজ ব্যক্তি, সমাজ, জাতীয় জীবনে মূল্যহীন তা আখিরাতেও মূল্যহীন।অবশ্য মূল্য নির্ধারণের ক্ষেত্রে ভিন্নমত থাকতে পারে।আর যারা আখিরাত বিশ্বাস করে তাদের মাপকাঠি এক হওয়ার কথা।ব্লগে অনেক লেখাই আছে যেগুলো পড়লে আমার সময় নষ্ট হবে না, বলে মনে করি।ব্লগটা যেহেতু স্বাধীন মত প্রকাশের মাধ্যম তাই ব্লগের নীতিমালা ভঙ্গ না করে যার যা,যেভাবে ইচ্ছা লিখতে পারে।কিন্তু সেই লেখাটা কতটুকু প্রয়োজন বা ব্যক্তি,সমাজ,জাতীয় জীবনে কতটুকু কাজে লাগছে প্রশ্নটা দিয়ে তাই জানতে চেয়েছি।
আমার প্রশ্ন তাদের প্রতি ছিল যারা সময় কাটানোর জন্য লিখেন, সময়কে কাজে লাগানোর জন্য না।আর আমি মনে করি সবাই যদি সময়কে কাজে লাগানোর জন্য লিখত তথা নিজের মেধা ব্যয় করত, তবে আমার মত নতুনরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারত এবং ব্যক্তি তথা সমাজও এগিয়ে যেত।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১০