একটা লিস্টি বানান , সা কার পক্ষে ব্লগছাগলেরা কে কি বলে।
অনেক অপেক্ষা হইচে।
আর নয় ।
এখন চামড়া তোলার সময় ।
একে একে সব কটারে বিহীত করা হইবেক ।
বুঝতে পার্তেছি না , এখনও পুলিশের কাধে ভর কইরা সা কা কিভাবে
দাড়ায় । হালায় তো হুইয়া যাওনের কথা
গ্রেপ্তারে সন্তোষ, এবার বিচার চান প্রফুল্ল
চট্টগ্রাম, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ বলেছেন, এখন বিচার শুরু হওয়া প্রয়োজন।
যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারের আবেদন জানানোর ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ভোররাতে সালাউদ্দিন কাদেরকে গ্রেপ্তার করা হয়।
গত সেপ্টেম্বরে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থান এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের আইনজীবী দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে সংসদ সদস্য সালাউদ্দিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায়।
তখন বিএনপির এ নেতার বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল সিংহ।
প্রফুল্ল বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধ তদন্ত দল রাউজান ঘুরে তার (সালাউদ্দিন) বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পেয়েছে। এবার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। আমরা আমার বাবার হত্যাকারীর বিচার চাই।"
সংসদ সদস্য সালাউদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
সাকা চৌধুরীর গ্রেপ্তারের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত হবে বলেও মন্তব্য করেন নূতন সিংহের মেজ ছেলে প্রফুল্ল।
তিনি গত ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল দলের কাছে তিনি অভিযোগ করেন, ১৯৭১ এর ১৩ এপ্রিল সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের বাড়িতে নিয়ে আসেন এবং নূতন চন্দ্র সিংহকে সেদিনই বাড়ির মন্দির থেকে বের করে এনে হত্যা করা হয়।
প্রফুল্ল জানান, স্বাধীনতার পর দেশে ফিরে তার বড় ভাই সত্য রঞ্জন সিংহ ১৯৭২ সালের ২৯ জানুয়ারি নূতন চন্দ্রকে হত্যার অভিযোগে সালাউদ্দিন কাদের ও তার বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদেরকে আসামি করে রাউজান থানায় একটি হত্যামামলা করেন।
এদিকে সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর নগরীর গুডস হিলে তার বাসভবনে এবং বিএনপি কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তারের পর নগরী ও রাউজানের বিভিন্ন এলাকায় মিষ্টিও বিতরণের খবরও পাওয়া গেছে। বিজয় দিবসে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের চোখে-মুখে ছিলো সন্তোষের ছাপ।
কবি ও সাংস্কৃতিক সংগঠক কামরুল হাসান বাদল বলেন, "সাকা'র গ্রেপ্তার আজকের বিজয় উৎসবকে নতুন মাত্রা দিয়েছে।"
রাউজানে কোনো ধরনের বিক্ষোভ কিংবা সহিংস ঘটনা দুপুর পর্যন্ত ঘটেনি বলে রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২৩০ ঘ.
সা কা রাজাকারের পক্ষে ব্লগছাগলেরা কে কি বলে ???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
গণতন্ত্র ও নির্বাচিত শব্দের নয়া ব্যাখ্যা দিলেন ফরিদা-মজহার দম্পতি !
বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের শুরুটা ছিল জনতার কণ্ঠে, এখন সেটা রূপ নিচ্ছে কিছু নির্দিষ্ট গলার একচেটিয়া লোকের তর্জন-গর্জনে । শুরুর দিকে বলা হয়েছিল, এটা অস্থায়ী সরকার—জনগণের... ...বাকিটুকু পড়ুন
আমেরিকা আমাদের দেশে সরকার পরিবর্তনে সক্ষম হয় কেন?
আমাদের দেশের সরকার সমূহ যখন সরকার পরিবর্তনের ব্যবস্থা বন্ধ করে দেয় তখন বিশ্ব মোড়ল হিসাবে আমেরিকা আমাদের দেশের সরকার পরিবর্তন তাদের দায়িত্ব মনে করে। তারা এটা করে আমাদের... ...বাকিটুকু পড়ুন
নিছক যড়যন্ত্র নয়(কপি পেস্ট)
*গা শিউরে ওঠার মত ঘটনা... বাংলাকে ঘিরে গভীর ষড়যন্ত্র প্রকাশ্যে? পড়ুন বিজেপির নিজেদের মধ্যেকার এক ব্যক্তির ফাঁস হওয়া মেসেজ..*
-------------------------------
আমায় আমার নাম, পরিচয় প্রকাশ করতে অনুরোধ করবেন না। চাকরি সহ জীবনটাও... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫০
গতকাল ছিলো বাংলা নববর্ষ।
সকালে এক জরুরী কাজে আমি উত্তরা গিয়েছিলাম। আমার তাড়াতাড়ি বাসায় ফেরার কথা। কিন্তু দেরী করে ফেললাম। আজ বাসার সবাই মাওয়া যাবে। সেখানেই... ...বাকিটুকু পড়ুন
এই সময়ের কিঞ্চিৎ ভাবনা!
বাক স্বাধীনতা কিংবা যা মনে আসছে তাই লিখে বা বলে ফেলছেন, খুব একটা ব্যাক স্পেস চাপতে হচ্ছে না এখন, তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে এবং যে কোন দল নির্বাচিত হয়ে... ...বাকিটুকু পড়ুন