সাকাহাফং এর পথে ৭(সাত) দিন । (২য় কিস্তি)
শেরকর পাড়ায় বৃষ্টি মুখর রাত কাটিয়ে একটি সুন্দর সকালে প্রত্যাশা আমাদের হতাশ করেনি । ঝকঝকে সকালের রৌদ পুরো শেরকর পাড়ায়। সকালে ঘুম ভাঙ্গার পরই সাদা মেঘ পাড়ার প্রতিবেশী পাহাড়ে । সহযাত্রী বড় ভাই (শাহআলম ) বলেছেন,সামির তোমার ক্যামেরা নাও,মেঘের ছবি তোল । স্বচ্ছ রোদে অদূরেই জমাট মেঘ । তখনো সকালের খাবার হয়নি ,অথচ খুব সকালেই আমাদের রওনা হওয়ার কথা । আজো ট্রেকিং শুরুতে বিলম্ব । রাতের রান্না করা খাবার গরম করেই ,সকালের নাস্তা সেরেছি । শেরকর পাড়া ছেড়েছি তখন প্রায় সকাল ৯ টা । এরমধ্যে সকালে শেরকর পাড়াটা ঘুরে দেখেছি । যাহোক তাজিংডং এর পথেই এবার হাঁটা । ভেঁজা পথ , কিন্তু মোটামুটি পরিষ্কার । আজকে ট্রেকিং অনেক ফাষ্ট । সবাই খুবই ভাল হাঁটছে ,কান্তি নেই । খুব বেশী সময় না নিয়েই তাজিংডং উঠে যাই । পথে পথে রঙিন প্রজাপতির ছবিও তুলেছি । মোবাইলে তখন গান চলছিল’প্রজাপতি মন আমার ,পাখায় পাখায় রঙ ……..এসব । তাজিংডংয়ে হালকা বিরতি । ফেব্রুয়ারীর তাজিংডং আর অক্টোবরের তাজিংডং সৌর্ন্দয্যের পার্থক্য মেঘ আর মাটি’র । যাহোক তাজিংডং শেষ করে,এবার সিমফ্লাংকির পথ । পথেই ফেলাম মাশরুম । রাতের আয়োজনে উপাদেয় খাবার । সিমফ্লাংকি বম পাড়া । পাড়ার পাশেই বয়ে যাওয়া ছোট্ট ঝিরি । ঠান্ডা ঝিরির পানি দূর করে কান্তি । সিমফ্লাংকি বান্দরবানের অন্যতম উঁচু পাড়া । রাতে মেঘ ডুকে যাই পাড়ায় । পাড়ার পাশেই উঁচু পাহাড় । এই পাহাড় নামতেই সময় লাগে ১ ঘন্টার বেশী । পাহাড়ের উপর থেকে তান্দুই পাড়া অনেক কাছে মনে হলেও বেশ সময় নিয়েই পাড়ায় পৌছাই । পাড়ায় পৌছায় ক্লান্ত পথিক । পাড়ার কারবার্বী সাথে দেখা করে বুঝলাম এখান থেকেই সাকাহাফং আরোহণ করেই আবার তান্দুই ফিরে আসা যাবে । সময় প্রয়োজন ১২ ঘন্টা । রাজি হয়ে যাই । তাই রাতে তান্দুই পাড়া অবস্থানে সিন্ধান্ত নিই । পাড়ার কারবার্বীর ছেলের সাথে ভালই আলাপ হলো । ওর সাথে বের হলাম পাড়ার ছবি তুলতে । চারপাশেই পাহাড় মাঝখানে তান্দুই পাড়া । পড়ন্ত বিকেল নেমে যাই তান্দুই পাড়ার ঝিরিতে । পাড়ার অনেক নিচে ঝিরি ।ঝিরিতে গোসল করে উঠার পরই আবার বৃষ্টি । তবে বৃষ্টি মানেই একটু পরে মেঘ । সন্ধ্যার পরই ঢেকেই যায় মেঘে । কিন্তু একটু পরই আকাশে চাঁদ । চাঁদের আলোয় বসে আছে পাহাড়ের জয়ের ঘোরলাগা কিছু তরুণ । রাতের খাবার আয়োজন তখন শেষ পথে। জোন্স্যায় আলোকিত পাড়ার চারপাশেই মেঘ । রাতে খুব বেশী আ্ড্ডা হয়নি । কারণ ভোরেই যাত্রা করব সাকাহাফং এর উদ্দ্যেশে আবার ফিরে আসতে হবে । ভাল ঘুম হয়নি । ঘুম থেকে উঠি ঘড়িতে সময় তখন ৪ টা ৫২ মিনিট.(চলবে) — at Thanchi Upazila.