উপেক্ষা, একগুঁয়েমি কিংবা বিষাদের কথকতা/ বালিকা, তোমার স্মরণ আমাকে এভাবেই ভেঙ্গেচুরে দেয়...
মেঘবালিকা,
উত্তুরে হাওয়ার আনমনা বিষণ্ণতা আচমকাই তোমাকে স্মরণ করিয়ে দিল। চলতি পথের অভ্যস্ত নির্জনতায় থমকে দাঁড়িয়ে অবসন্ন কণ্ঠে সেই হাওয়াকেই তাই প্রশ্ন ছুঁড়ে দিলামঃ “তুমি কেমন আছ?” উত্তরে কানে এল দূরাগত নুপুরের কান্না, বিরহে নিমজ্জমান শঙ্খের আর্তনাদ, আর হারিয়ে খোঁজা অতীতের তীরভাঙ্গা ঢেউ। আমি কুঁকড়ে গেলাম বেদনায় আর আক্ষেপে। বালিকা,... বাকিটুকু পড়ুন