পাকিস্তানী টিভি চ্যানেল জিও টিভি'র একটা রিপোর্ট দেখলাম ফেইস বুক এ ব্যাপক ঘোরাঘুরি করছে! ইচ্ছে হলো একটু ক্লিক করে দেখি। রিপোর্টটি দু'বার দেখে/শুনে ইচ্ছে হলো পাকিস্তানিরা কি বলতে চায় তা একটু বুঝতে চেষ্টা করা যাক।
যে ভাবে রিপোর্ট টি শুরু হলো: খেলা যে এক দেশকে অন্যদেশের সাথে যুক্ত করতে পারে তা বোঝা গেল পাকিস্তান এবং বাংলাদেশের ফাইনাল খেলা দেখে।
পাকিস্তান যখনি বিদেশি কোন টীমের সাথে খেলে পুরো জাতি পাকিস্তানি দলের জয়ের জন্য দোয়া করতে থাকে। কিন্তু এশিয়া কাপের ফাইনালের সময় অনেক পাকিস্তানিকে বাংলাদেশের জন্য আবেগী হতে দেখা গেছে...
জিও টিভিকে এসএমএস করে ও ফেইস বুকে বাঙাল টাইগারদের অনেক ভক্ত তেমনটিই জানিয়েছে। তারা বলেছেন তারা বাংলাদেশ দলকে ও নিজেদের দলই মনে করেন।
রিপোর্টার বলছে, আচ্ছা আমরা দেখছি এখানে বেশ ডিপ্লোমেটিক সাপোর্টার আছেন যারা বাংলাদেশ এবং পাকিস্তান দু'দল কে ই সাপোর্ট করছেন। ( এক জন মেয়ে সাপোর্টার কে দেখিয়ে, যার এক গালে পাকিস্তানের পতাকা আর আরেক গালে বাংলাদেশের পতাকা আঁকা। ) তখন মেয়ে দর্শক বলছেন, আসলে ব্যাপার হল ভেবে দেখলাম একেত দুটোই মুসলিম টীম তাই ভাবলাম আমারা দু'দলকে সাপোর্ট করলে আমাদেরই ভালো। তার উপর ওরা আমাদের ছোট ভাই... পাশের ছেলে দর্শক যার মুখ জুড়ে পাকিস্তানের পতাকা আঁকা সে বলছে, দু'ভাই মিলেই আমরা ইন্ডিয়ানদের কাছ হছে কাপ ছিনিয়ে নিয়েছি।
... আর খেলার শেষ বলে যখন ফলাফল পাকিম্তান জিতে যায় তখন প্রতিটি পাকিস্তানি নেচে ওঠে। ... জিও নিউজ করাচীর বাঙালি বস্তিতে গিয়ে দেখতে পায় সেখানকার দর্শকরাও একই সাথে বাংলাদেশ ও পাকিস্তান দলকে সাপোর্ট করছে। আর যখন তারা দেখল পাকিস্তান জিতেছে তখন ওই বাঙালিরাও আনন্দে মেতে উঠল।
বাংলাদেশী দল তাদের চমৎকার ক্রীড়া নৈপুন্য দিয়ে পাকিস্তানিদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আর সেই সাথে সকল পাকিস্তনি এখন বাংলাদেশ দলের পাকিস্তান সফরের অপেক্ষা করছে।
খেলা শেষে বাংলাদেশের খেলোয়াড়দের চোখের অশ্রু দেখে তাদের বেদনায় সমব্যাথী হতে দেখা গেছে অনেককেই। মাশরাফি মুর্তজার চোখের অশ্রুও মুছে দিতে যেনো ইচ্ছে করেছে তাদের।
এশিয়া কাপ যদিও পাক্স্তিানই জিতেছে কিন্তু বাংলাদেশ জিতেছে আমাদের হৃদয়। কারন পাকিস্তনি জাতি কখনই তাদের পর ভাবে না।
(রিপোর্ট, জিও নিউজ)
Click This Link