সবারই জানা যে, দুনিয়া চিরস্থায়ী নয়। এক দিন চিরতরের জন্য পরপারে পাড়ি দেবে সবাই। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় আমল করাই সৃষ্টি-রহস্যর মূল কারণ।
বেনামাযীদের প্রসঙ্গ দূরেই থাক ইসলামী শরিয়তের পরিভাষায় একটি নগন্য ভুলে জাহান্নামে যেতে পারে কোটি কোটি নামাযীরাও। পবিত্র কোরআনে এই বিষয়ে সাবধান করা হয়েছে পরকালে নাযাত প্রত্যাশীদের।
দেখে নিন পবিত্র কোরআনের একটি বাণী- “ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, আল্লাযীনা হুম আ’ন-সালাতিম সাহুন।”
অর্থঃ অতএব দূর্ভোগ ঐ সমস্ত নামাযীদের জন্য, যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন।” সুরা আল-মাউন, আয়াত ৪-৫।
ব্যাখ্যা: এখানে খোদ নামাযীদের কথাই বলা হয়েছে। নামাযীদের মধ্যে যারা নামাযে অমনোযোগী, গুরুত্ব কম দেয়, অকারণে জামাত মিস করে তাদের কথা বলা হয়েছে।
যারা দেরি করে নামায পড়ে, গুরুতর কারণ ছাড়া নামায কাজা করে তাদের কথাও বলা হয়েছে। নামায ছাড়া জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
কিন্তু নামে মাত্র নামাযী হয়েও নাজাত পাওয়া যাবে না। নামাযকে সব কাজ থেকে প্রাধাণ্য দেয়ার মাধ্যমেই ওই আয়াতের মূল নির্দেশিকাকে অনুসরণ করা সম্ভব।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৩