২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের ডিজিটাল অনুলিপি তুলে দেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। যা গত বছরের তুলনায় অনেক কম। গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ; জিপিএ ৫ পেয়েছিল ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী। অর্থাৎ পাসের হার কমেছে ৮.৭৩%, জিপিএ-৫ কমেছে ২৭,৭০৮।
এদিকে, ফল বিপর্যয়ের কারণ হিসেবে বছরের শুরুর হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, 'বিএনপি-জামায়াত আত্মঘাতী কর্মকাণ্ড না করলে পাসের হার আরও বেশি হত।'
শিক্ষামন্ত্রী জানান, ফলাফল সার্বিকভাবে ভালো না হলেও অংক, বিজ্ঞান ও কারিগরিতে ভালো করেছে শিক্ষার্থীরা।
এবার আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৮৯ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ৪ লাখ ৪৯ হাজার ৫০৯ জন ছাত্রী।
পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রীদের মধ্যে পাসের হার ৭০.২৩ শতাংশ, আর ছাত্রদের মধ্যে ৬৯.০৪ শতাংশ।
ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৩ হাজার ২৯৭ জন। আর ছাত্রীদের মধ্যে পেয়েছেন ১৯ হাজার ৬০১ জন।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯