"আমাদের কোনো অলৌকিক বলদ নেই"
'বলদ' শব্দটা শোনলেই দুই ধরনের চিত্র আমার চিত্তে ভেসে উঠে,
১- বুদ্ধিহীন লোকের
২- একটা চারপায়ের জন্তুর
তৃতীয় একটা অর্থ দিয়েছিলাম অনেক আগে, যার সফল ব্যবহার সবার উপরের বাক্যটাতে।
শব্দটার তৃতীয় অর্থ বাঙলা ব্যকরণ অনুযায়ি,
কলেজে থাকা কালিন বাঙলা ব্যকরণের "সমাস আর ধ্বনি পরিবর্তনের প্রেমে পড়েছিলাম,
"বলদ" শব্দটা উপপদ তৎপুরুষ সমাসের কারণে তৈরি হয়েছে(অবশ্যই তৃতীয় অর্থের ক্ষেত্রে প্রযোজ্য)।
'উপপদ তৎপুরুষ সমাস'র দুইএকটা উদাহরণ দেয়া যাতে পারে,
জলে চরে যা= জলচর
পঙ্কে জন্মে যা = পঙ্কজ
জল দেয় যে = জলদ
তেমনি ভাবে
বল (শক্তি) দেয় যে = বলদ।
_____________________
অন্ধ তীরন্দাজ
_____________________