আজ আম্মার মন খারাপ, এইবারের ঈদে মেজু ভাইয়াও নাই রাহীটাও আজ চলে গেলো।
কবি সঞ্জয় দারও আজ মন খারাপ, গতো পরশো তার ছোটদির বিয়ে হয়ে গেলো।
কমিউনিস্ট পীযূষ দার লীভার কেন্সার, ডাক্তার বলেদিয়েছে বেশি হলে দুই মাস।
এই মানুষটা জীবন যোদ্ধে কখনো পরাজিত হয়নি । আমার সাথে দেখা-স্বাক্ষাত হয়েছে অল্পই, তবুও যখন শুনি আমারে নিয়ে তাঁর আগ্রহ, আমি শিশুর মতো আনন্দিত হই।
দেখা হলেই, সহজাত হাসি দিয়ে বলবেন, "এই কি খবর তোমার , দেখি না যে, পড়াশোনা কেমন হচ্ছে"
রাজু ছেলেটা বহু কষ্টে পাঁচ টাকা যোগার করে একটা কাগজের ঘুড়ি কিনেছে , ঠিক সন্ধ্যার আগে আগে ঘুড়িটা গাছে আটকে গেলো, খুব কষ্ট কসরত করে যখনি সে ঘুড়িটার কাছে পৌছালো, ঝুম করে বৃষ্টি নামলো, ঘুড়িটা ছিঁড়ে গেলো, মন খারাপ করে গাছথেকে নেমে বাড়ি ফিরছিলো।
পাঁচ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললাম, যা নতুন আরেকটা কিনে নিস। সে আনন্দিত।
ইমন ছেলেটারও আজ মন খারাপ, দেয়াল টপকাতে গিয়ে তার একমাত্র জিন্স প্যান্টটা ছিঁড়ে গেছে ।
অনিকের প্রায় নতুন জুতো জুড়া আজ মসজিদ থেকে চুরি হয়ে গেছে , তারও মন খারাপ।
কবি উদাস, কোনো কষ্ট তার গায়ে লাগে না, থাকে নির্বীকার!!