আমি ভুলে যাবো আমি ভুলেই যাবো
অতীতের সমস্ত দুঃসময়
ত্যাদর স্মৃতি গুলোকে ঘসে ঘসে মুছে দিবো ইরেজার দিয়ে
পতিত পাতাল থেকে ফিরে আসব মুহুর্তে
নিমিষেই পুনর্জন্ম হবে এক নতুন নীলকন্ঠ মানবের
জন্মেই যৌবন প্রাপ্তি ঘটবে আমাদের ক্ষয়িষ্ণু অতীত স্বপ্নগুলোর!
টুনটুনি আর চড়ুই কলোরবে আবার মুখর হবে আমাদের স্বপ্ন অঙ্গন,
ইচ্ছে করেই আমরা ভুলে যাবো, শাশ্বত নয় আমাদের এই থাকা পাশাপাশি!
আমাদের বাইরে আরেকটা ঘিন-ঘিনে অসভ্য সমাজ ব্যবস্থা বিদ্যমান,
।
আমরা এই ভাবে পরম পুলোকিত হবো,
হাতের উপর রেখে হাত ঠোটে রেখে ঠোট
কেটে যাবে আমাদের রাত আর তেজস্বী দূপুর!
...........................।
জানি আমাদের কিছুই হবে না
তুমিও আবার আসবেনা,
ঠোট থেকে ঠোটে করে আকন্ঠ উষ্ণতা নিতে ভরে!
কেবল আমিই পরিণত হবো এক ও অদ্বিতীয় নীলকন্ঠ মানবে!!