কষ্ট বাজে মনে
স্মৃতির ভীড়ের মাঝে
বড্ড বেশি মনে পড়ে তোমায়
আজ আমার মন ভাল নেই শুভংকর !
শরীরে নেমেছে ক্লান্তির মেঘ, মনে জমেছে শংকা
কি করে ভাল থাকি তোমায় ছাড়া, দূরে নেমেছে সন্ধা
আকাশের সব তারা গিয়েছে নিভে, জোনাকীরাও গেল ঘুমিয়ে
ঘুম আসে না ছাই দুচোখে আমার, মনের আকাশে ভাসে হাজারো স্মৃতি
আমার কি আর ভাল থাকার সময় আছে শুভংকর ! বড্ড বেশি ক্লান্ত আজকাল !!!
সেই কবেকার কথা
এখনো মনে পড়ে স্পষ্ট
তখন ছিল বিকেলের যৌবন
আকাশ আর সবুজের চলছিল মিতালি
তুমি ছিলে যেন মেঘের কাছাকাছি দাঁড়িয়ে
আমি ছিলাম বকুলের তলে, গাথছিলাম মালা একমনে
“ও মেয়ে ! কোনসে বাড়ির কন্যাগো তুমি, কোনসে গ্রামে বাস
কার লাগিয়া গাঁথ মালা - ভর বিকেলে হৃদয় টেনে করছো সর্বনাস”
আমি শুনছিলাম কথামালা, যার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল আকাশের দেয়ালে
আমার চুলে বাতাসের কাঁপন, কন্ঠে মৃদু প্রতিবাদ, তুমি চলে এলে বকুলের ছায়ায়
কত কথা ছাই মনেও থাকে না, বড্ড বেশি ভুলে যাই আজকাল, দূরে নামবে সন্ধা এখনি !!!!
কাজ আর কাজ
মনের কিইবা দোষ বল
ক্লান্তি ভর করেছে চোখের কোনে
তুমি তো বেশ আছ, সেইযে দূর অজানায়
খুব বেশি স্বার্থপর নও কি তুমি! নাকি ভুলনি আমায়
আমি আছি কাজকে সাথী করে, ভুলে থাকি সব বেদনা
কাজ শেষে ঘরে ফিরি, ক্লান্ত দেহে খুলি পুরানো চিঠির ভাজ
চিঠি পড়ি জোনাকীদের আলোয়, যখন আকাশে নামে ঘন অন্ধকার
স্মৃতির ভাজে কত কথা আছে, গল্পের আসরে বলি বাতাসের কানে কানে
চোখ গড়িয়ে পড়ছে ঝর্ণা, মনটাতে ভর করছে নীল কষ্ট, যাই দক্ষিণের জানালায়
বাতাস আমায় কষ্ট ভোলায়, কাজ আমার দুঃখ ভোলায়, স্মৃতিরা আমায় আশা জাগায়
ক্লান্ত মনেও ভাল আছি শুভংকর, তারাদের আলো নিভে গেলেও জোনাকীদের ভীরে ‘বেশ আছি’ !!!
লায়লা - ২৭ ফেব্রুয়ারী,২০১৬
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২