ছবিটা ইন্টার্ভিউ করার সময় তোলা।
বেশ আগে থেকেই ইয়াবা জিনিসটার উপর বেশ আকর্ষন ছিল। জিনিসটা কি, দেখতে কেমন, গন্ধ কেমন, কিভাবে খায় ইত্যাদি নানা কৌতুহল। তো এই ব্যাপারে জানার জন্য চেষ্টা চালালাম।
আমি আসলে খুজতেছিলাম এমন কাউকে, যে নিজে একজন ইয়াবা সেবী এবং সে আমাকে বিশ্বাস করে সব কিছু খুলে বলতে পারবে। দীর্ঘদিন খোজার পর পেয়েও গেলাম এমন একজনকে। যে ক্যামেরার সামনে তার গল্প টা বলতে এবং আমার প্রশ্নগুলোর উত্তর দেয়ার মত সাহস রাখে। শর্ত ছিল একটা ই, তার চেহারা এবং পরিচয় গোপন রাখতে হবে। আমি সেটা করেছি।
প্রথম পার্টে সে তার সম্পূর্ণ ঘটনা খুলে বলে, সে কিভাবে আক্রান্ত হয়, কিভাবে ছেড়ে দিতে চেয়েও পারেনি, তার ফ্যামিলি, বন্ধু, বড়ভাই সব তিনি কেন, কিভাবে ব্যাবসা শুরু করেন ইত্যাদি। তার অনুরোধ, কেউ যেন শখের বসে বা নিছক টেষ্ট করার জন্য ইয়াবা ট্রাই না করেন।
পার্ট টু তে তিনি সব আমাকে দেখিয়েছেন। সেটা হয়ত ব্লগে শেয়ার করা ঠিক হবে না। তাই এখানে লিঙ্ক শেয়ার করলাম না। আমি চেষ্টা করেছি, ইয়াবা বিসয়ে সবাইকে সচেতন করতে এবং ইয়াবা সেবী নিজেই চান না কেউ আর এই সমস্যায় জর্জরিত হোক। এটা আমার প্রথম সিরিয়াস ডোকুমেন্টারী। ভুল ত্রুটি গুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সবধরনের পরামর্শ গ্রহণযোগ্য।
লেখাটি Yaba Addiction in Bangladesh শিরোনামে আমার ইংরেজি ব্লগে একই সাথে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭