ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানী করচ্ছে বাংলাদেশ। যে জিনিস বাংলাদেশে বিক্রি হয় ২৮০০ টাকায় (ভ্যাট ছাড়া), সেই জিনিস ভারতের কাছে সরকার ব্যান্ডউইথ রপ্তানী করচ্ছে ৯৬ টাকার ও কম মূল্যে। আমাদের নিজেদেরকে না দিয়ে ভারতকে ব্যান্ডউইথ রপ্তানী করচ্ছে কেন? কেন অপচয় হচ্ছে ব্যান্ডউইথ? বাংলাদেশের জন্য বরাদ্দ ২০০ জিবি এর মধ্যে আমরা মাত্র ৩০ জিবি ব্যাবহার করি। বাকি ১৭০ জিবি প্রতি সেকেন্ডে নষ্ট হচ্ছে। ১৭০ জিবি থেকে ১০ জিবি ব্যান্ডউইথ রপ্তানী করা হচ্ছে ভারতে, যা আমরা যে দামে বিটিসিএল থেকে কিনি, তাঁর থেকেও অনেক অনেক কম মূল্যে।
ভিডিও টিতে ২ মিনিটের ছোট্ট একটি হিসাব। বুঝতে ঘিলু দরকার নাই তবে থাকলে ভাল। দেখার অনুরোধ রইল।
সমস্যা ব্যান্ডউইথ রপ্তানী করাতে না, ব্যান্ডউইথ রপ্তানী করতে আমাদের কোন সমস্যা নাই, সমস্যা হচ্ছে, কৃত্রিম ভাবে দেশের দাম বাড়িয়ে আমাদেরকে ইন্টারনেট ব্যাবহার করতে দেয়া হচ্ছে না। এতে নিশ্চিত বড় বড় কোম্পানীগুলোর কারসাজি আছে। এই ব্যান্ডউইথ কি আমরা ব্যাবহার করতে পারি না? এই ব্যান্ডউইথ আমরা ব্যাবহার করতে পারলে আমাদের দেশ অনেক এগিয়ে যেত।
রিসোর্সঃ
ভারতে কত গিগাবাইট ব্যান্ডউইথ যাচ্ছেঃ প্রথম আলো http://goo.gl/5qrt8p
বাংলাদেশে BTCL এর ব্যান্ডউইথ এর দামঃ http://goo.gl/fQhiqL
ফেসবুকে আমার ভিডিও লিঙ্কঃ https://goo.gl/oMtWLJ
আমার ইউটিউব ব্লগঃ https://goo.gl/22LAKD
একই সাথে আমার ব্যাক্তিগত ব্লগে প্রকাশিতঃ http://ittihadul.com/572
নোটঃ কেউ কেউ বলেছেন আমি ভুল করে হিসাবে বিট এর স্থলে বাইট ব্যাবহার করেছি। যেখানে ৮ বিট = ১ বাইট। প্রথম আলোর লিঙ্ক দেখেন, সেখানে স্পষ্টভাবে একাধিকবার "বাইট" বলা আছে। জাতীয় দৈনিকের উপর ভিত্তি করেই হিসাবটি করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ রাত ১১:৪৮