এ শহরে রোজ রুটিন মাফিক সূর্যটা ওঠে
ভগবানের খোঁজে সবাই মন্দির কিম্বা মঠে ,
রুটিন মাফিকই ব্যস্ত সবাই খোদা খুঁজতে
ঈশ্বরেরই খোঁজেও জমেছে মেলা গীর্জাতে ৷
এ শহরে রোজই রুটিন মাফিক সকাল হয়
পোড়া কপাল বেকার ঘুরে অফিস পাড়ায় ,
ক্ষুধার্ত তবুও খায়না মানিব্যাগ ফাঁকা বলে
আর কর্পোরেট লোক ব্যস্ত নিজ কর্মস্থলে ৷
এ শহরে রোজ রুটিন করে স্কুলবাস আসে
বখাটেরাও রোজই স্বপ্ন দেখছে একই ধাঁচে ,
সময়ের মতো করে অাজ চলে যাচ্ছে সময়
তবুও বুক জুড়ে ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ৷
এ শহরে রোজ রুটিন মাফিক মৃত্যু আসে
আমার দরজায় যমদূত কখন যেন আসে ,
চিতা জ্বলে,গোর খুড়ে কফিন প্রস্তুত সদা
আমার মৃত্যুতে চাইনা কারোই শোকগাঁথা ৷
এ শহরে রোজ রুটিন মাফিক ট্রেন আসে
চেনা অচেনা কতো মুখ স্বপ্ন দেখতে আসে ,
কোণঠাসা হয়ে থাকে কতো অভাগার স্বপ্ন
তবুও লড়াই করছে জীবনকে করে বিপন্ন ৷