মুসলমানদের ঈদ আসলেই শুরু হয় নতুন সিনেমা, নাটক,গান-বাজনা।তারা ইসলাম ধর্মে বর্ণিত হারাম নাচ-গান, সিনেমা, অশ্লীলতা, মদ , কোকা কোলা, পেপসি আর বেলেল্লাপনার উদ্যমতা নিয়েই তথাকথিত ঈদ আনন্দ উপভোগ করতে চায়।
মহিলারা রোজার মাসে মাথায় কাপড়/বোরকা পড়লেও ঈদের দিন থেকে ঢালিউড, বলিউড, হলিউড ইত্যাদির অনুকরণে সংক্ষিপ্ত ও পাতলা মশারির নেটের পোশাক পড়ে।
ইসলাম ধর্মের ঈদ কি কোরআন-হাদিসে এভাবে পালন করার কথা বলা আছে????????
কাফিররা মুসলমানদের শবে বরাত পালন করতে দেখলে বলে এটা কোরআন-হাদিসে নাই।(যদিও শবে বরাত এর কথা আরবিতে কোরআন-হাদিসে আছে ) এটা সহি হাদিসে নাই। এখন সেই কাফিররা কিন্তু বলে না যে “এভাবে হারাম ভাবে ঈদ পালন করার কথা কোরআন-হাদিসে নাই।
ঈদ সম্পূর্ণই ধর্মীয় তথা পবিত্র উৎসব।তাই মুসলমানদের ধর্মীয় নিয়ম অনুযায়ী ঈদ পালন করতে হবে। ঈদ আনন্দের নামে হৈ-হুল্লোড়, অশ্লীল পোশাক, অশ্লীল আনন্দ ইত্যাদি পরিহারে মুসলমানকে অনিবার্যভাবে এগিয়ে আসতে হবে যদি তারা মুসলমান হিসেবে মারা যেতে চায়।
আর কাফিরেরা যা ইচ্ছা তাই করতে পারে। কেউ তাদের বাঁধা দিবে না।