দীর্ঘ দেড় মাস বাশঁ:The Bamboo ছি:নেমার শূটিং করে সবাই ক্লান্ত :-< । এর মধ্যে সবাই পরিকল্পনাও করে ফেলেছে শুটিং-এর পর ছুটিতে কোথায় কোথায় বেড়াতে যাবে, জমিয়ে রাখা মুভিগুলো এক এক করে শেষ করবে। আমার চিন্তাটা একটু ভিন্ন হলেও নির্মল আনন্দে ছুটি কাটানোই ছিল প্রধান লক্ষ্য, চেয়েছিলাম ফটোশপীয় একটা ছুটি কাটাবো । অনেক টিউটোরিয়াল পড়েছি, অনেক কিছু জেনেছি। এবার হয়তো তা কাজে লাগানো যাবে। কিন্তু স্যাররা এবার পণ করেছেন আমাদের সুখে থাকতে দিবে না। তাই হঠাৎ করেই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর দিয়ে বসল(যেটা পরের টার্মে হওয়ার কথা ছিল) । সকাল ৭টায় ঘুম থেকে উঠি আর সন্ধ্যা ৭টায় রুমে ফিরি। সারাদিন ধূলাবালি খেয়ে রুমে ফিরে কোনরকমে ঘুম দিত পারলেই হল । ফটোশপ মাথায় উঠল, দু’একবার পিসির সামনে বসলে ভালো কিছু দূরে থাক মাথায় শুধু স্টীলের জাহাজ ভাসে, সাথে জাহাজের বেসিক ড্রয়িং, প্রোডাকশন ড্রয়িং(জাহাজী ভাই আমার চেয়ে ভালো বলতে পারবে মনে হয়)। তাই ফটোশপ ওপেন করতেই ইচ্ছা করে না। কালকে ছুটি বিধায় আজ ফটোশপ ওপেন করলাম যদি এই বেসিক ড্রয়িং ভূত তাড়ানো যায় । কিন্তু হতাশ হয়ে গেলাম :-< । দ্রুত কাজ করার জন্য কিছু রিসোর্স প্রয়োজন হয় সবসময়। কিন্তু সেগুলো নেই পিসিতে। তাই নেট ঘেটে কিছু রিসোর্স নামালাম। দ্রুত কাজ করার জন্য এইগুলোর বিকল্প নেই। তাই ভাবলাম রিসোর্সফুল কিছু ওয়েবসাইটের লিংক শেয়ার করি, যাতে আপনারা সহজেই এগুলো খুজে পান। এই সাইটগুলোর রিসোর্সগুলো ফ্রী, তবে কিছু কিছু সাইটে কনটেন্ট নামাতে রেজিস্ট্রেশন করা লাগে। এবং সেটাও ফ্রী....
ফডুকের জন্য
sxchng
everystockphoto
stockvault
flickr
freedigitalphotos
openphoto
photolibrary
morguefile
designpacks
woophy
ফটোশপ ব্রাশ
myphotoshopbrushes
brushking
brusheezy
freephotoshopbrushes
wowbrushes
টেক্সার
cgtextures
freetexture
textureking
texturewarehouse
texturez
ফটোশপ গ্রাডিয়েন্ট এবং অন্যান্য
freepsd
alterform
designreviver
bestdesignoptions
lordofdesign
22pixels
ভেক্টর তথা ইলাস্ট্রেটর রিসোর্স
vecteezy
vector4free
freevector
123freevectors
vectormadness
বাংলায় একটা কথা চালু আছে, “ওস্তাদের মাইর শেষ রাতে।” তাই সবার শেষে সবচেয়ে কার্যকরী সাইটটি দিচ্ছি:
http://www.deviantart.com/
এটাতে এমন কিছু নেই যা নেই- ছবি, ডিজাইন, ফটোশপ ব্রাশ, টিউটোরিয়াল। বিখ্যাত বিখ্যাত ফটোগ্রাফার, গ্রাফিক্স ডিজাইনাররা তাদের কাজসমূহ এখানে দিয়ে থাকেন। এবং তাদের অধিকাংশই বিনামূল্যে।
বি:দ্র: বাশঁ:The Bamboo ছিনেমা সম্পর্কে জানতে নিজ নিজ BIIS একাউন্টে নিয়মিত যোগাযোগ রাখুন। ছিনেমাটি শুধুমাত্র বুয়েট শিক্ষার্থীদের জন্য । অন্যরা এই ছিনেমা দেখার সময়টুকু ক্রিয়েটিভ কাজে ব্যয় করতে পারেন।