♥ জীবনবৃত্ত ♥
প্রতিদিনই ভাবি এ বৃত্তের বাইরে যাব
কর্মচক্রের গোলকধাঁধা পেরুলেই সেই অলীক রাজ্য
যেথা প্রেয়সীর পেলব স্পর্শ কখনো হয়না পুরনো।
ওখানে বাগানের ফুলে সদা চঞ্চল মধু মক্ষির উড়াউড়ি
হৃদয় ভরে যেথা নির্মল আনন্দের কোলাহলে
প্রেমের কাতরতা নিয়ে কেউ কাদেনা সেথা
ভালবাসা শুধু ভালবাসার কথা হয়।
এ মাসেরই যে কোন শুক্রবারে
আমরা খুঁজে নেব
আমাদের সেই প্রিয় মাতাল মহুয়া বন
যেথা শতাব্দী প্রাচীন পিপাসার্ত দুটি হৃদয়
মিলিবে আত্মায় নয়ত পরমাত্মায়।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
(২)
♥ স্বপ্নসিড়ির দরজা ♥
স্বপ্নসিড়ির দরজা খোলা
তুমি আসবে বলে তাই
হৃদয়ের কান সদা সজাগ
তুমি এসে না চলে যাও অবেলায়।
অবলা প্রাণ রুদ্ধশ্বাস প্রতিক্ষায়
প্রতি পলে মনছবি আঁকে
কি বলে সম্ভাষন জানাবে তোমায়
কি পেলে জানিবে তুমি কতটা চাই আমি তোমায়।
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥সমাপ্ত♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥