মূল পোস্ট এইখানে
মুকুল বলেছেন: সিগনেচার করার জন্য সবাইকে ধন্যবাদ।
আশা করছি এই পোস্ট প্রথম পাতা থেকে সরে গেলে আমাদের মধ্যে কেউ না কেউ এ বিষয়ে পোস্ট দিতে থাকবেন।
সবাই যার যার অবস্থান থেকে সোচ্চার হোন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে অবস্থান নিন।
যৌবনযাত্রা নামের এডাল্ট সাইটের লোকজন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সাইটে ব্যানার লাগিয়েছে, তারা জনমত সংগ্রহ করছে, বিষয়টা নিয়ে অনেক তর্ক হচ্ছে ব্লগে।
যারা তর্ক করছেন তাদের অনেকেই মনে করছেন এডাল্ট সাইটে যুদ্ধাপরাধীদের বিচার দাবী করে দাবীটাকে হেয় করা হয়েছে, এবং অনেকেই মনে করছেন যে সব জায়গা থেকেই এই দাবী তোলা উচিত।
পিয়ালের দাবী হচ্ছে যে তিনি যৌবনযাত্রার বিশাল ইউজার গোষ্ঠীকে একীভূত করে দাবীর পক্ষে জনমত তৈরী করছেন।
দেখার বিষয় যে, যুদ্ধাপরাধীদের বিচার দাবী করার বিষয়ে সবাই একমত। এটা গুরুত্বপূর্ণ বিষয়।
ঠিক আছে, পিয়াল ভাই উনার যৌবনযাত্রায় জনমত সংগঠিত করতে থাকুন।
সামহোয়্যারও একটি জনপ্রিয় সাইট। এটি সবার জন্য উন্মুক্ত একটা সুন্দর সাইটও বটে। যৌবনযাত্রার লোকজন যে দাবী তুলতে পারে, তার চেয়ে অনেক বেশি সুন্দর অবস্থান থেকে সামহোয়্যারও এই দাবী তুলতে পারে ।
তাই সামহোয়্যারের কাছে আবেদন, আপনারাও "যুদ্ধাপরাধীদের বিচার চাই" নামে একটি ব্যানার ব্লগের প্রথম পাতার কোথাও দৃষ্টিনন্দন করে লাগিয়ে দিন।
আমরা ব্লগাররা এখান থেকেই জনমত তৈরীর কাজে নামি।
এই দাবীর প্রতি যাদের সমর্থন আছে, তারা দয়া করে কমেন্টের ঘরে সিগনেচার করে যান।
ধন্যবাদ।