নার্গিসের যাত্রা
এম এস রহমান
তোমার যাত্রা আমার কাছে ছিল একান্ত বেদনার,
কেঁদেছি সারা দিনও মান ভরি, করি হাহাকার।
এতো তারাতারি কেন চলে গেলে, হে মোর প্রিয়তম,
তোমা সম কেহ কি ভালো বুাঝবে তব মম।।
মম কি করে, কেমনে বাচিবো, এহেন ধরাধােমে,
তোমা বিহানে জ্বলিছে হৃদয়, তপ্ত জগৎ অনলে,
হেতায় খুজি, হোথায় খুজি, চকিত আখি পরমে,
জল করে ছলছল সারাক্ষন, বাধা নাহি মানে নয়নে।
ছোট্ট নাতিন কোলেতে বসিয়া, কাঁদিছে অঝরে,
বুঝিতে পারিলো দাদির বিদায়, ফিরবে না আর,
বাবা, চাচা, দাদাও কাদেঁ, জড়িয়ে ধরে মোরে,
দাদিকে কেন ভরিয়া রাখিল, কাদাঁ মাটির ভিতর।
হায়রে পাষানি বুঝিলেনা তুমি, নার্গিস কত সুন্দর
ছেলেকে বড়ই যত্ন করিয়া শিখিয়েছে লেখাপড়া
একটু জ্বর, কাশি যদি দেখিতো, কাদিঁত মার অন্তর,
বাচাকে মোর ডাক্তার দেখাও, স্বামীকে ধরিতো বায়না।
ছেলে পড়িতেছে বসিয়া টেবিল, হইবে প্রকৌশলী
মা জেগে আছে, বারান্দার চেয়ারে, বাচারে মোর,
না জানি তার অসুখ করিলে, জ্বল হবে সকলই
ভাবিয়া ভাবিয়া জাগিয়া নীশি করিয়াছে ভোর।
কত যতনে, কত আদরে বাচারে আগলে রাখিত বুকে,
ছেলের মুখে হাসি দেখিয়া, নার্গিস হাসিত পরম সুখে।
চলবে,
২৫/৬/৩০২০
বৃহস্পতিবার