হে ভালবাসা,
তোমাকে পাওয়ার নেশা,
মানুষকে পাগোল করে দাও!
তুমি জানো তোমাকে ভাবা যায়,
কিন্তু পাওয়া যায় না,
র্স্পশ করা যায় না,
তার আগেই তুমি হারিয়ে যাও,
কেন তবু তোমার এলুকোচুরি খেলা,
জানি, একদিন ভাঙ্গবে এমেলা
ফুরিয়ে যাবে তুমিও,
তবুও তোমাকে পাওয়ার স্বাদ জাগে,
ভাললাগে, ভালবাসি, হাসি হাসি,
হে প্রিয়তম কাছে এসো, ভালবাসো।
এই তো ভালবাসা।।
হে ভালবাসা,
সাত সমুদ্র তের নদী পার করে,
তোমাকে আমরা সবাই জয় করতে চাই,
কিন্তু তুমি বড়ই নিষ্ঠুর, ও র্নিদয়,
সুধুই হাতছানি দিয়ে ডাকতে জানো,
কাছে আসতে চাওনা, নাকি পারো না।
হে ভাললাগা,
তোমার রং কি, তোমার কি কোন গন্ধ আছে,
তুমি কি হাসতে জানো, নাকি কাঁদতে পারো,
তাও না, সুধুই কাঁদাতে পারো?
এ তোমার কেমন নেশা?
একপেষে হয়ে গেলো না?
আমরা সবাই যে তোমাকে পেতে চাই!
সদায় হ'তে তোমাকে কে নিষেধ করেছে?
হে অনুরাগ
তুমি তব হৃদয়কে কর ক্ষতবিক্ষত,
কত রক্ত ঝরাও হৃদপিন্ডের গভীরে
তবু নাহি শান্ত হতে চাও
সুধুই কষ্ট ও জন্ত্রনা দাও।
ভালবাসা তোমার নয়,
সে তো কল্পনা মাত্র,
এবার তুমি শান্ত হও।।
এম, এস, রহমান।