"ঠিকানা"
'এম, এস, রহমান,
পাখি আকাশে উড়ছে তো উড়ছে,
ভালবাসার ডানায় ভর করে,
সে জানে এই ডানা খুবই শক্ত
পড়ে যাওয়ার ভয় সে পায় না,
তাই তো আকাশটা তার ঠিকানা
কিন্তু কতক্ষন সে উড়বে, বলো না,
নীচে তাকে নামতেই হবে,
হয় তো কোন না কোন গাছের ডালে
বা মাটির কোন ছোট্ট কুঠিরে।
সেখানে বসে অপেক্ষা করছে তার ভালবাসা
পাওয়া না পাওয়ার পতিক্ষায়।
সে আসবে সে আসবে
কবে আসবে এই ঠিকানায়।