ছোটবেলার বিটলামিগুলা শেয়ার করতে ইচ্ছা হলো।
আমন্ত্রণ জানাচ্ছি ছ্যাড়াব্যাড়া টেলিভিশনের রাত ৮ টা ১৭ মিনিটের সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্ফোরিত।
এই উপভোগ্য আবহাওয়ায় দেশের দর্শনীয় স্থানগুলো নিয়ে দেখুন একটি রিপোর্ট।
---------------------------------------------------------
শরতের এই কালো মেঘে ঢাকা আকাশ এবং প্রচন্ড রোদে মানুষ যে খুব অশান্তিতে আছে তা নিশ্চিতভাবে বলা যাবে না। বরং দেখা যাচ্ছে, দেশের মানুষ এই মেঘলা রোদ আর গোলাপি আকাশ খুবই উপভোগ করছে। তারা বিশ্বাস করে যে, গোলাপি এখন আকাশে। তাদের ধারনা দেশের উন্নতির জন্য এই আবহাওয়া খুবই প্রয়োজনীয়। বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, চাষাবাদের জন্য গ্রীষ্মের এই বৃষ্টি আর বর্ষার রোদ নাকি অনেক উপকারী। তারা আরও জানায়, শীতকালের এই প্রচন্ড গরম আর প্রবল বন্যা নাকি দেশের ঐতিহ্যবাহী(!!!) স্থানগুলো ভ্রমনের জন্য অতি উপযুক্ত। তাই দেরী না করে লেপ, কাথা আর বালিশ নিয়ে আজই বেরিয়ে পড়ুন নর্দমা, ডাস্টবিন নামক এসব ঐতিহ্যবাহী() স্থান ভ্রমনের উদ্দ্যেশ্যে।
ঘাটের মড়া
ছ্যাড়াব্যাড়া টেলিভিশন।
----------------------------------------------------------
আন্তর্জাতিক আরও কিছু খবর নিয়ে ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর।
[শুরু হইলো এইবার এ্যাডু ]
----------------------------------------------
আপনি কি গত ৭ বছর ধরে একই শ্রেণীতে অধ্যয়ন করছেন? একই শ্রেণীতে সবার আদুভাই হয়ে বসে আছেন? হতাশা আর দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে?
আর চিন্তা নেই !!!
এসে গেল বিজ্ঞানের এক বিষময়কর (!!!) আবিষ্কার! আপনার সব দুশ্চিন্তার অবসান ঘটাতে এসে গেল এক তেলেসমাতি তেল , গছাধা (গরু-ছাগল-গাধা) মার্কা দুর্গন্ধী কেশ তেল! :-& এতে একই সাথে পাবেন পাবেন দুইটি উপকার! আপনার বুদ্ধি গজানোর সাথে সাথে আপনার মাথাকে চকচকে রৌদ্রোজ্জ্বল টাকে পরিনত করতে এই তেলের জুড়ি নেই! অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে! প্রতি মিঃলিঃ মাত্র ৪২০ টাকা!! স্টক সীমিত!
[ তখন কি মনে করে এইরকম পাগলা টাইপের আজগুবি লেখা লিখসিলাম আল্লা মালুম! ]
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৭