আজকে এই খেলাটা খেললাম আমার পিচ্চি কাজিন গুলোর সাথে।
ওদের কাছে একটা ভাঙা হাতপাখার হাতল দেখে খেলাটা খেলতে ইচ্ছা হলো।
এই সেই ভাঙা হাতপাখার হাতল
হাতলের এক প্রান্ত
হাতলের মাথাটা দেখিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম , এটা দেখে কার কি মনে হচ্ছে ?
ওদের উত্তরগুলো ছিল -
*1
*4
*7
*9
*ইংলিশ অক্ষর i
*ইংলিশ অক্ষর P
*জিরাফের মাথা
*পাখির ঠোঁট
*পতাকা
*পিরামিড
*তীরের ফলা
হাতলের আরেক প্রান্ত
এবারে হাতলের আরেক প্রান্ত দেখিয়ে আবারো একই প্রশ্ন ।
উত্তর আসলো-
*11
*ইংলিশ অক্ষর V
*বকের পা
*Chop Stick
*চিমটা
ওদের সাথে আমিও কল্পনা করতে চেষ্টা করলাম। মজা লাগলো খেলতে গিয়ে ।
এবার আমার সেই পিচ্চিবাহিনীর এক খানা ফটুক।
সাথে আমার প্রিয় একটা ইন্সট্রুমেন্টাল
এখন এই খেলাটাই খেলতে ইচ্ছা করছে আপনাদের সাথে।
নিচের এই ছবিগুলা দেখে কার কি মনে পড়ছে ? [ ছবিগুলো আসলে কিসের সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। ]
১.
* অনেক গুলা লাল গাড়ি, পার্কিং লটে দাঁড়িয়ে আছে
* বিজ্ঞাপনের বিলবোর্ড (ছবিটা রাতের বেলা নেয়া হয়েছে)
* Dএর ভেতর D
* লাল রঙের horse shoe
* গাড়ির ব্যাক-লাইট
* ছোট ছোট চুম্বকের টুকরা একসাথে করে কিছু একটার আকৃতি দেয়া
* দরজায় আঁটা রঙিন কাঁচ
২.
* ফানুস
* হারিকেন
* বেকারি ফ্যাক্টরির ওভেন
* আলোর উৎসের নিকট রাখা হাতের আঙ্গুল
৩.
* নদীতে স্পীড বোট যাচ্ছে
* সফট ড্রিংকস গ্লাসে ঢালার পর যে বুদবুদ উঠে তার ছবি
* গাড়ির কাচে বৃষ্টির ফোঁটা,পানি জমে জমে পরে যাওয়া
* পানির উপর কিছু একটার প্রলেপ
* মেটালের মাইক্রোগ্রাফ
* ফ্রস্টেড গ্লাস
( আপনাদের উত্তরগুলো পোস্টে যোগ করে দেয়া হবে। আর পূর্বের শিরোনামটা বদলে দেয়া হলো। )
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১১ রাত ১২:১৪