নেই
মানে বোঝায় না যে তুমি চেয়ারে বসে নেই
বা এই ঘরে এই সড়কে শপিং-এ
নেই
মানে বোঝায় না তুমি এইমাত্র গেলে কোথাও
আবার ফিরবে
ট্রাভেলে, বিদেশের হোটেলে
নেই মানে তুমি এইমাত্র ছেড়ে গেলে এমন নয়
নয় তুমি হারিয়ে গেছো আর খুঁজছে সবাই
নেই
মানে তা হবে না যে তুমি খাচ্ছো ঘুমাচ্ছো আর
চোখের সামনের স্ক্রিনে অন্যদের প্রেম দেখছো
নেই এর কোনটাই নয়
নেই মানে তুমি আমার চোখের সামনে নেই
নেই মানে তুমি আমার স্পর্শে নেই
১. ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩ ০