ঢাকার অলিগলিতে সাদা-কালো অক্ষরে ছাপানো হিজবুত তাহরীরের বিশাল পোস্টার চোখে পড়লো। গতকাল রাতেই বোধহয় সাটিয়েছে। এই পোস্টারে দুই নেত্রী হাসিনা-খালেদাকে বাদ দিয়ে সামরিক বাহিনীকে ক্ষমতা দখলের জন্য আহবান জানানো হয়েছে।
তাদের দাবি সামরিক বাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করে হিজবুত তাহরীর নেতাদের হাতে দায়িত্ব ছেড়ে দিবে যারা দেশে ইসলামী খেলাফত কায়েম করবে।
পোস্টারে হিজবুত তাহরীরর নামের শেষে আরো দুটো শব্দ যোগ করা হয়েছে। যা দিয়ে বোঝা যাচ্ছে এটা একটা বৈশ্বিক সংগঠন।
হিজবুতের প্রধান হিসাবে মানে আমীর হিসাবে এক পুরুষের নাম লেখা হয়েছে যা আরবদের নামের মত। এবং দুটো ওয়েব সাইট ও উক্ত আমীরের ফেসবুক পেজের ঠিকানাও দেয়া হয়েছে।
বোঝাই যাচ্ছে হিজবুত তাহরীরের পরিকল্পনা হচ্ছে দেশের সামরিক বাহিনীকে দিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা। কিন্তু আমি গরীব মানুষ, ক্যামেরা নাই - সেজন্য ছবি তুলে আপনাদের দেখাতে পারলাম না। কেউ যদি আমাকে একটা ডিএসএলআর ক্যামেরা খয়রাত দিতো কতই না আমার উপকার হতো!
সে যাক, ক্যামেরা কেউ দেউক বা না দেউক - পোস্টার তুলতে পারি আর না পারি আপনারা পোস্টারটা দেখে নিবেন। আমি ভেবে কুল পাই না, হিজবুত তাহরীর এই মিশনকে ছাগলের মুখ থেকে জোর করে কাঠাল পাতা কেড়ে নেয়ার মত মনে হচ্ছে না? হিজুরা কেনো নিজেরা কাঠাল পাতা জোগার করতে পারে না? অন্যের দন্ড দিয়ে সঙ্গম করলে বাচ্চাকাচ্চা তো দন্ডের মালিককেই বাপবাপ করবে! তখন হিজুর কি হবে?