সর্বশেষ আপডেট:
আগামীকাল (৪ঠা জুলাই) বিকেল ৪টায় প্রেসক্লাবে জাতীয় কমিটির প্রতিবাদী সমাবেশ। তেল গ্যাস রক্ষায় সোচ্চার মানুষদের উপরে সরকারী নিপীড়নের প্রতিবাদে আহুত এই জনসভায় অংশ নেবার আহবান জানাই।
বাংলা ব্লগোস্ফিয়ারের উত্তাল প্রতিবাদের মুখে আনুমানিক রাত ১০:৩০-এর দিকে দিনমজুর ও ফিরোজ সহ গ্রেপ্তারকৃত প্রায় সকল আন্দোলনকারীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার।
বিকেল ৫টা: শাহবাগ থানার সামনে জমায়েত হয়েছেন রুদ্রপ্রতাপ, মাহি সহ বেশ কিছু ব্লগার। অনুপম সৈকত শান্ত ও ফিরোজ আহমেদের মুক্তির দাবীতে তারা সোচ্চার রয়েছেন। রুদ্রপ্রতাপ জানাচ্ছেন, আমরা ২০-২৫ জন ব্লগার এতক্ষণ অবস্থান ও মানবন্ধন করলাম শাহবাগ থানার সামনে। চ্যানেল আই, এটিএন, প্রথম আলো, জনকণ্ঠ - এরা কভারেজ নিয়ে গেছে। ডিসি ও হরতাল কন্ট্রোলার এর সাথে কথা হয়েছে। সম্ভবত দিনমজুর ও অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার কেস দেয়া হবে, শেখ হাসিনার পোস্টার পোড়ানোর জন্য।]
দুপুর ১২টা: গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেবার পাঁয়তারা চলছে। এ পর্যন্ত ৪৯ জন গ্রেফতার হয়েছেন। ২২ জন পল্টন থানায় এবং ২৭জন শাহবাগ থানায়। (এর মধ্যে বেশি কিছু ব্লগার রয়েছেন। জানামাত্র নাম আপডেট করা হবে)। ঢাবি ক্যাম্পাস থেকে অনুপম সৈকত শান্ত গ্রেফতারের সময় পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন।
আপনারা জানেন বাংলা ব্লগের খ্যাতিমান ব্লগার দিনমজুর [লিংকে ক্লিক করে দিনমজুর ব্লগ দেখতে পারেন] নামে মূলত তিনজন তরুন প্রকৌশলী লিখে থাকেন যাদের মধ্যে অন্যতম অনুপম সৈকত শান্ত। তেল-গ্যাস নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখা আমাদের অনেক চরম সত্যের মুখোমুখি করেছে। একটু আগে প্রখ্যাত এই ব্লগার কনোকো ফিলিপসের সাথে অন্যায্য চুক্তির প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হলেন। এখন তিনি শাহবাগ থানায় আছেন।
বাংলা ব্লগোস্ফিয়ারের ইতিহাসে সম্ভবত মেইনস্ট্রিমের কোনো আন্দোলনে অংশ নিয়ে এই প্রথম কোনো ব্লগার গ্রেফতার হলেন। শান্তর গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাই। একজন শান্তকে গ্রেফতার করে আন্দোলন স্তিমিত করা যাবে না - বাংলা ব্লগোস্ফিয়ার এখন অনেক সমৃদ্ধ এবং প্রায় সবাই সোচ্চার এই দমন-পীড়ন আর দেশ বিক্রির চুক্তির বিরুদ্ধে।
অনুপম সৈকত শান্তর উপরে পুলিশী নির্যাতন, ছবি কৃতজ্ঞতা: জোকারব্লগ
গতকাল সন্দেহ হচ্ছিলো আজকে ধরপাকড় হবে এবং সেটা সাতসকালেই ঘটতে থাকলো। ফেসবুকের জনপ্রিয় আন্দোলন-সংগঠক ফিরোজ আহমেদ সকালে জানিয়েছিলেন গণসংহতির জনপ্রিয় নেতা জোনায়েদ সাকী গ্রেফতার হয়েছেন, এর আগে আনু স্যার গ্রেফতার হলেন কিন্তু সরকার সম্ভবত তাকে ধরে রেখে আন্দোলন বেগবান করার রিস্ক বুঝতে পেরেছে। একটু পরে মানে দশটার দিকে ফিরোজও গ্রেফতার হলো। সম্প্রতি ফেসবুকে ফিরোজের লেখা একটা কবিতাংশ এসময়কে দূর্দান্ত ফুটিয়ে তুলেছে।
হরতাল!
যেটুকু সময় তুমি ছুড়ে যাও ইট
শ্লোগানে শ্লোগানে খোলো মগজের গিঁট
যেটুকু সময় তুমি বেপরোয়া বীর
তোমাকে রাখবে ঘিরে মিছিলের ভীড়
...যেটুকু সময় ভোল বেচে দেয়া দিন
সেটুকু সময় তুমি স্বাধীন, স্বাধীন!!
ফিরোজ আহমেদ
ওয়েবস্ফিয়ারের প্রতিনিধি হিসাবে শান্ত ও ফিরোজের গ্রেফতারের বিরুদ্ধে আসুন সবাই সোচ্চার আওয়াজ তুলি।
যেটুকু সময় তুমি বেপরোয়া বীর
তোমাকে রাখবে ঘিরে মিছিলের ভীড়
গতকাল হরতালকে সমর্থন করে ব্লগারদের মিছিল
ব্লগারদের মিছিলের ভিডিও দেখুন
আন্দোলনের সচিত্র প্রতিবেদন, ব্লগোস্ফিয়ারের বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ও প্রতিবাদ
১. সরকারি ফ্যাসিজম: ছাড়ান নাই নব্যরাজাকার
২. দিনমজুরের গ্রেফতার অনলাইন কমিউনিটির প্রেরণা
৩. কবি অভিজিৎ দাসও গ্রেফতার!
৪. দিনমজুর ও অন্যান্য গ্রেফতারকৃত ব্লগারদের মুক্তি চাই।
৫. আজকের হরতাল : ছবিব্লগ
৬. আর একবার গর্জে উঠেছি।শাহবাগ থানার সামনে ব্লগারদের মানববন্ধন কর্মসূচি পালিত।(ছবি সহ লাইভ আপডেট)
৭. দুঃখ কোরো না মাগো আমার, চেয়ে দেখো রাঙা প্রাতে!
৮. তুমি কোন পথে যাব?(জাতীয় কমিটির হরতালে গ্রেফতার এর প্রতিবাদে)
৯. গ্যাস রপ্তানী চুক্তি বাতিলের দাবীতে ৭ জুলাই চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী
১০. স্বঘোষিত দেশপ্রেমিকদের কাছ থেকে অঘোষিত দেশপ্রেমিকরা আজ বিচ্ছিন্ন। দিনমজুর সহ সকল ব্লগার দের মুক্তি চাই।
১১. বাংলার নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা
১২. দমনপীড়ন গ্রেপ্তার লাঠিচার্জ হামলা হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না
১৩. আসুন রুশে উঠি , লুটেরাদের বিরুদ্ধে , কমিশন খোর - হিংস্র হায়েনাদের বিরুদ্ধে !!
১৪. প্রথম দিনই অভাবনীয় সাড়া পেল ফেসবুক পেজ Stop Deal with ConocoPhillips
১৫. ব্লগ থেকে কি বিপ্লব সম্ভব ?
১৬. এটেনশন প্লিজঃ রাতে ঢাবির হলে হলে ছাত্রলীগের অভিজান হবে।
১৭. আমাদের প্রিয় ব্লগার দিনমজুরকে গ্রেফতারের প্রতিবাদে যে মানবন্ধন হয়েছে শাহবাগে তার সংবাদ দেখলাম বিদেশী একটি নিউজ পোর্টালে
১৮. বুয়েট ছাত্রের স্লোগান : শান্তির ললিত বাণী নয়
১৯. ব্লগার দিনমজুর ও এক্টিভিস্ট ফিরোজ গ্রেফতার: বাংলাদেশে কি খালিদ সাইদ মূহুর্ত উপনীত? আরেকটা ক্রসফায়ারের আগে সাড়া দিন
২০. কত বছর মানুষ বাঁচে পায়ে শিকল পড়ে
২১. এখন সময় একজন দিনমজুর সহ গ্রেফতারকৃত সবাইকে নিয়ে কিছু করার
২২. সময় এখুনি তরুণ তোমার...
২৩. ধর্ষক পালিয়ে যাচ্ছে, চারদিক ঘেরাও দে!
২৪. একজন সহযোদ্ধাকে যেভাবে মুক্ত করে এনেছি ঠিক একইভাবে দেশের তেল-গ্যাসের চুক্তিটাও বাতিল করাব ইনশা-আল্লাহ।
তেল গ্যাস অনুসন্ধান ও বাস্তবতা নিয়ে অমূল্য ব্লগ রিসোর্স
১. কনোকো-ফিলিপস এর 'পেটে' চলেছে স্বদেশ!
২. দুর্ঘটনার রাজা কনোকোফিলিপস ও বঙ্গোপসাগরের আসন্ন বিপদ: যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপি-ব্লোআউটের আলোকে
৩. বাংলাদেশে তেল/গ্যাস অনুসন্দ্ধানের সংক্ষিপ্ত ইতিহাস এবং গ্যাস সংকটের প্রেক্ষিত।
৪. নিজের তেল নিজের গ্যাস, সবাই মিলে টোকাই সমাবেশ
এছাড়া পড়তে পারেন দিনমজুর এর ব্লগ - এ পর্যন্ত তেল গ্যাস নিয়ে এত তথ্যনির্ভর ও গবেষণালব্ধ পোস্ট অন্য কোথাও পাবেন না। ভুলবেন না তার ব্লগের বাম দিকে পছন্দের পোস্টগুলোও ঘুরে দেখতে। দিনমজুর ছাড়া অন্যান্য ব্লগার যারা বাংলাদেশের তেল গ্যাস নিয়ে বিদেশী বেনিয়াদের ষড়যন্ত্রের কথা লিখেছেন তাদের একটা বিশাল আর্কাইভ রয়েছে সেখানে।