মন্তব্য নিয়ে বই সম্ভবত বিরল ঘটনা। অপরবাস্তব-৫ এ প্রায় ১০০ এর উপরে ব্লগারের মন্তব্য সংকলিত হয়েছে। ৭/৮ টি তুমুল বিতর্কমূলক পোস্টে এসমস্ত ব্লগাররা মন্তব্য করেছেন। এবং এসব মন্তব্যই যে ব্লগের প্রাণ - অপরবাস্তব-৫ এ সেটা আরো স্পষ্ট হয়ে যাবে। মানে পড়লেই বুঝবেন!
২০০৭ এ বাকীবিল্লাহ ও রাশেদুল হাফিজ যে উদ্যোগ নিয়েছিলো - এবছর সেটার পঞ্চম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে। এই প্রকাশনার সম্পাদনার সাথে এই পাঁচবছরে এ পর্যন্ত ৫০ জন ব্লগার সম্পৃক্ত হয়েছেন।
অপরবাস্তব যেকারণে উল্লেখযোগ্য
১. বাংলা ভাষাভাষি ব্লগ থেকে প্রকাশিত প্রথম ব্লগ সংকলন যেখানে বহু ব্লগারের লেখা স্থান পেয়েছে
২. বিগত পাঁচবছর যাবত সামহোয়ারহিনে প্রকাশিত বিভিন্ন লেখাকে মূলধারায় পরিচয় করিয়ে দিচ্ছে
৩. অপরবাস্তব অনলাইন কপিরাইটের প্রথম বিতর্ক সূচনা করে
৪. সম্পূর্ণ অদৃশ্যমানব অপরবাস্তবের সম্পাদক হয়েছেন
৫. অপরবাস্তব বিপনন ও বিক্রয়ে চুড়ান্ত রকমের ফ্লপ হয়েও ৫ বছর পর্যন্ত টিকে আছে
৬. ব্লগের ছাগুদের অপরবাস্তবের ত্রি-সীমানায় ঘেঁসতে দেয়া হয়নি
৭. অপরবাস্তবের সাথে সামহোয়ারেইনব্লগের কর্তৃপক্ষ সম্পৃক্ত নয়
৮. অপরবাস্তব থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য ব্লগীয় প্রকাশনা আরম্ভ হয়
৯. অপরবাস্তব এবছরই প্রথম প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থা থেকে বের হচ্ছে
১০. অপরবাস্তবের পূর্বের চারটি সংখ্যা বাটি চালান দিয়েও মার্কেট থেকে সংগ্রহ করা সম্ভব নয়!
জয় বাংলা!