তোমাদের পূর্বপুরুষদের যাহা ছিলো না উহা তোমাদের দিলাম
তোমরা সকলে কম্প্উটার নিয়ে চিন্তা করো
আর যদি না করো, তোমরা পতিত হইবে অন্ধকারে
কিরূপ বিষ্ময় রহিয়াছে উহার মনিটরে
আর যাহা আমি তৈরী করিয়াছি সপ্তমহাদেশের মাটি খুঁড়ে
আহরিত তামা, লোহা আর বিরল ধাতু হইতে
কেমন যত্নে দিয়াছি উহাতে প্রাণ
তোমার স্পর্শে যা চলিবে আবার বন্ধ হইবে
তোমার মস্তিস্কে যা ধরিবে না উহাতে তাহাই ধরিবে
তোমার সংগে সংগে চলিবে
আর তোমাকে দেখাইবে পথ
তোমরা সকলে কম্পিউটার নিয়ে চিন্তা করো
আর না পারিলে ব্লগের পৃষ্ঠা খুড়িয়া মরো
উৎসর্গঃ গুরু জাকারিয়ার চরণে। Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:১৬