ভূক্তভোগী মাত্র কলিগের কনডম প্রীতির কথা জানে। কিন্তু রিসেন্টলী সে ৬টা কনডম নিয়ে মারাত্মক বিপদে পড়েছে। কোয়াটারলী প্রকিউরমেন্ট রিপোর্টে লাখে লাখ কন্ডমের হিসাবের মধ্যে ৬টা কনডম কম পড়ে গিয়েছে। এক্সেলের এই সেল সেই সেল হিসাব করে কোনভাবেই ৬টার হদিস পাওয়া গেল না। এর মধ্যে আবার নারীদের জন্য তৈরী কন্ডমের নতুন ফর্দ ও স্যাম্পল দেখে আমার তো মাথায় হাত। সে এক জটিল পরিধাণ প্রক্রিয়া। সিকাগোর দি ফিমেল হেলথ কোম্পানী নামের একটা সংস্থা তৈরী করেছে "ফিমেল কন্ডম" নামের এই বস্তু। বিদেশে একটা কনফারেন্স থেকে সে এই স্যাম্পল লইয়া আইসা ডেস্কে টানাইয়া রাখছে।
তারপরে ইউটিউবে সার্চ দিয়া বের করছে এর ব্যবহারের ডেমোনেস্ট্রেশন। একদম প্রাকটিলকাল না। একজন ডেমোনেস্ট্রেটর কৃত্রিম একটা অংগে সেটার সংস্থাপন প্রণালী দেখাচ্ছেন। তবে সেইটা দেইখা আমগো এক নারী কলিগ কইছে, হইছে! আর সেক্স করতে হইবে না!
ইতোমধ্যে কনডমের জন্য কোম্পানী তৈরীকারী প্রতিষ্ঠান খুঁজতে খুঁজতে কলিগের কম্মো কাবার। একদিন আমারে কইলো শোনেন একটা কন্ডম জোকস কই।
কলিগের জোকস বড়ই উপাদেয়। নেট থেকে টুকলিফাইং হইলেঔ। কইলাম কন কন!
কলিগ কইলো, যদি সব বড় বড় কোম্পানী কন্ডমের উৎপাদন করতো তাইলে তাদের কোম্পানীর বিজ্ঞাপনী ভাষা কি হইতো?
কি হইতো? জিগাই!
কলিগ কয় - পেপসোডেন্ট কনডমের ভাষা হইতো - রাত ভর ঢিসুম ঢিসুম!
কলগেট কনডম কইতো - ইয়ে হ্যায় হামাড়া সুরক্ষা চক্র
নোকিয়া কনডম - কানেক্টিং পিপল
এমআরএফ - এক্সট্রা রাবার একস্ট্রা মাইলেজ
মুভ কনডম - আহ সে আহ তক
ম্রিন্ডা কনডম - জোর কা ঝটকা ধিরে সে লাগা
গোদরেজ কনডম - কাটো, খোলো আউর লাগাও
স্প্রাইট কন্ডম - বুঝায় অনলী পিয়াস - বাকী সব বাকওয়াজ
টাটাস্কাই কনডম - ইশকো লাগা ডালা তো লাইফ জিঙ্গালালা