কিছুদুর যাওয়ার পর ওরা একটা রেস্টহাউজ দেখল।
সেখানে গিয়ে ওরা একান্তে বসলো...
সামনে নদী... হাল্কা বাতাস...
পদ্ম নদীর দিকে তাকিতে ছিল...
নদীর তীরে অমন সুন্দর বসার জায়গা পাওয়ারকথা ভাবতেও পারেনি বিলাস।
হাল্কা বাতাসে পদ্মের চুল গুলো উড়ছিল।
বিলাস পদ্মের দিকে তাকিয়ে আছে,
পদ্মের চুলগুলো অনেক পছন্দ করে বিলাস।
কি যেন ভেবে পদ্মের চুল গুলো মুখের সামনে থেকে সরিয়ে দিল বিলাস।
দুজনে সামনা সামনি বসে দুজনে।
পদ্ম আজ হাল্কা গোলাপি লিপস্টিক দিয়েছে।
কপালে ছোট্ট একটা কালো টিপ...
খুব সাধারণ সাজে সেজেছে পদ্ম।
দুজনেই নীরব।
বিলাস নিরবতা ভেঙ্গে বলল , তোমাকে একটা কথা বলি ?
না... বলা লাগবে না... পদ্মের উত্তর
বলি না... এমন কর কেন...? বিলাসের আকুতি
আচ্ছা বল... কি বলবা...পদ্ম হেসে বলল...
বিলাস পদ্মের ডান হাতটি ধরল...
তারপর তার ২ হাতের মাঝে রেখে...
পদ্মের চখের দিকে তাকাল,
তারপর বুক ভরা একটা নিঃশ্বাস নিয়ে বলল ,
তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি।
পদ্ম একটা মুচকি হাসি দিল...
তারপর বলল, এ...এ...এত ভালবাসা কই পাও ?
জানিনা, বিলাসের ছোট্ট উত্তর।
বিলাস শার্টের ১ টা বোতাম খোলা রাখে সবসময়।
ওই, তোমার বুকে তো অনেক পশম, কিন্তু মায়া নাই একদম, পদ্মের দুষ্টুমি মাখা কথা,
থাকবে কি করে, সব মায়া ভালবাসা তো তোমাকেই দিয়ে দিয়েছি,
বিলাসের উত্তর শুনে পদ্ম হেসে ফেললো।
তারপর তারা নিজেদের মাঝে কথা বলতে লাগলো।
একটু একটু দুষ্টামি, ... হাসি... অভিমান... সরি বলা... আবার হাসি...
সব মিলিয়ে ভালই সময় কাটাল ওরা।
দুপুর বেলা... যে যার বাসায় যাবে...
সেজন্য তারা আবার রূপসা ব্রিজের নিচ থেকে রিক্সায় উঠলো...।
চলে আসলো যে যার বাসায়...
বিলাসের ইন্টারভিউ শেষ...
একটা সরকারী চাকরির জন্যে খুলনায় বিলাস।
এই সুযোগে পদ্মের সাথেও দেখা করল।
নারায়ণগঞ্জ ফিরে যেতে হবে বিলাসকে।
বিলাস শারিরিক ভাবে অসুস্থ...
বিলাস ৫ দিন খুলনায় থাকার পর ...
পদ্মের সাথে ৩ বার দেখা করার পর...
ঢাকা চলে আসার জন্য টিকেট কিনে নিল...
পদ্ম বাসায় যাওয়ার পর বিলাস অনেকবার কল করল...
কোন সারা পেলনা বিলাস।
নারায়ণগঞ্জ চলে আসার সময় আবার কল দিল ...
খুলনার সোনাডাঙ্গা থেকে বাসায় আসার সময় পর্যন্ত...
অনেকবার কল করল বিলাস...
কোন সারাশব্দ নেই
কোন সমস্যায় আছে হয়তো...
পরদিন বিলাস আবার কল দিল...
ফোন রিসিভ করল পদ্ম...
বিলাসের মন খারাপ... তাই বলল... কয় হাজার বার ফোন দিসি জান তুমি...?
আরে বললাম তো ব্যাস্ত ছিলাম বলেই তো রিসিভ করতে পারিনি...
তাই বলে সারা দিনে ২ মিনিট কথা বলারও টাইম পাও নাই ?
তারপর... এক কথা, দুই কথা, দুজনে ঝগড়া বেধে গেল,...
ধুর, তোমার সাথে কথা বলাই ঠিক না... পদ্মের ঝাড়ি দেয়া কথা...
ঠিক আছে... বইলো না কথা...বিলাসের পাল্টা জবাব...
ঠিক আছে... মনে থাকে যেন... পদ্মের রাগ ভরা কথা।
তারপর... দুজনেই ফোন কেটে দিল...কয়েকদিন কেও কাউকে কোন কল বা এস.এম.এস দিল না।
দুজনে দুজনকে ভুলে থাকতে চেষ্টা করল।
(চলবে)
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬